Headlines



gazitv2

w41j

gazitv

Monday, December 8, 2014

মন্ত্রীসভার বৈঠকে রেলমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর যে মন্তব্যে হাসির রোল 2 h

সময়ের কণ্ঠস্বর ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার
নিয়মিত বৈঠকে প্রসঙ্গক্রমে ক্যাবিনেট
মন্ত্রীদের বয়স নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জানতে চান, তার
ক্যাবিনেটে সবচেয়ে কম
বয়সি মন্ত্রী কে? এসময় ক্যাবিনেট
মন্ত্রীরা যে যার জন্ম দিন ধরে বয়স বের
করেন। কেউ কেউ ধারণার উপর
ভিত্তি করে অপেক্ষাকৃত কম
বয়সি মন্ত্রীদের নাম বলতে থাকেন।
এসময় কম বয়সি হিসেবে সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয়
সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর
রহমানসহ অনেকের নাম উঠে আসে।
প্রকৃতপক্ষে জন্ম তারিখ
অনুযায়ী সবচেয়ে কম
বয়সি হিসেবে আইন, বিচার ও সংসদ
বিষয়কমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হকের নাম
উঠে আসে। বঙ্গবন্ধু হত্যা মামলার
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
বিশিষ্ট আইনজীবী সিরাজুল হকের
ছেলে আনিসুল হকের জন্ম তারিখ
হচ্ছে ৩০ মার্চ ১৯৫৬। সেই হিসেবে তার
বর্তমান বয়স দাড়ায় ৪৮ বছর।
কিন্তু আলোচনার এ
পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৭ বয়স
বয়সি রেলমন্ত্রী মুজিবুল
হককে সবচেয়ে কম
বয়সি মন্ত্রী হিসেবে ‘ঘোষণা’ দেন।
তিনি বলেন, বয়স যার যতই কম হোক না কেন,
এখানে কম বয়সি হচ্ছেন আমাদের
রেলমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই
মন্তব্যে মন্ত্রিসভার বৈঠকে হাসির রোল
পড়ে যায় বলে একাধিক মন্ত্রী নিশ্চিত
করেন। এসময় রেলমন্ত্রী মুজিবুল হকও
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন।


No comments: