Headlines



gazitv2

w41j

gazitv

Monday, December 8, 2014

৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মহামিলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের
সাবেক শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯
জানুয়ারি শুক্রবার এক মহাপূনর্মিলনী অনুষ্ঠিত
হবে।
এ উপলক্ষে রবিবার বিকাল চারটায়
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ
সম্মেলন করেন পূনর্মিলনী আয়োজন
কমিটি। এই পূনর্মিলণীতে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের
শিক্ষার্থী থেকে শুরু করে সর্বশেষ
বিদায়ী ৩৮ তম আবর্তনের
শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩
ডিসেম্বরের মধ্যে জন প্রতি ৫০০
টাকা এবং পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য
৪০০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে প্রাক্তন
শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ
নিতে পারবে। পূনর্মিলনীর অনুষ্ঠান
সূচিতে রয়েছে র্যালি, স্মৃতিচারণ, কনসার্ট,
র্যাফেল ড্র ইত্যাদি।
এই পুনর্মিলনীর শুভ উদ্ভোদন করবেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
ফারজানা ইসলাম বলে আয়োজক
সুত্রে জানা গেছে। পূনর্মিলনীতে অংশ
নিতে আগ্রহী সকল প্রাক্তন
শিক্ষার্থীকে আয়োজনের সন্বয়ক ৭তম
ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন
( মোবাইল: ০১৭১১১৭০৬৯৩) এর
সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকায় মোট ১১
টি স্থানে গিয়ে পূনর্মিলনীতে নিবন্ধন
সম্পন্ন করা যাবে।
এছাড়া যে কোন প্রাক্তন
শিক্ষার্থী অনলাইন ব্যাংকিং এর
মাধ্যমে টাকা জমা দিয়ে, জমা দেওয়ার রিসিট এর
ফটোকপি ১৩৮, ক্রিসেন্ট রোড, ঢাকা ১২০৫,
ঢাকার ঠিকানায় পাঠিয়ে দিলে অন্যান্য
প্রয়োজনীয় কাগজ পত্র তার ঠিকানায়
পাঠিয়ে দেওয়া হবে। (অগ্রণী ব্যাংক ,
সঞ্চয়ী হিসাব নম্বার ০২০০০০০৬০৬০০৪ গ্রিন
রোড ঢাকা শাখা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
(ডি বি বি এল) শান্তিনগর শাখা, ঢাকা ।
সঞ্চয়ী হিসাব নম্বার ১০৮-১৫১-৫০৭৮৬ উভয়
একাউনটের নাম মোহাম্মদ ইমতিয়াজ
হোসেন।
এর আগে গত ১৪ নভেম্বর প্রায় দেড়
শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে ৯
জানুয়ারি পূনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত
হয়। রবিবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এ কে এম
শহিদুর রহমান, আয়েজনের সমন্বয়কারী ৭
তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন,
১০ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ
মনোয়ার হোসেন, ১৪ তম ব্যাচের
শিক্ষার্থ লিনা প্রমুখ।

No comments: