Headlines



gazitv2

w41j

gazitv

Friday, December 5, 2014

পরকীয়া কালে স্বামীকে হাতে- নাতে আটক, স্ত্রীর আত্মহত্যা

স্বামী জামাল হাং ও
পরস্ত্রীমুক্তাবেগমকেপরকীয়াপ্রেমের
সময় হাতে নাতে আটকের পর
অভিমানী স্ত্রী এক সন্তানের
জননী রোজিনা বেগম (২৫) গলায়
দড়ি দিয়েআত্মহত্যাকরেছেবলে অভিযোগ
পাওয়া গেছে।
ঝালকাঠি শহরের শহীদ স্মরনী সড়কের
মাথায় পূর্ব কলাবাগান নতুন চর এলাকায় বৃহস্পতিবার
রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটেছে।
রাতেই স্বামী সহ স্বজনরা ঝালকাঠি সদর
হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক
রোজিনাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে ঝালকাঠি থানার
ওসি শিলমনি চাকমা হাসপাতালে ছুটে আসে ও
সুরতহাল রিপোর্ট শেষে ইউডি মামলা দায়ের
করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল
মর্গে প্রেরন করেন।
নিহতের পিতা-মাতা জানায়, পূর্ব কলাবাগান নতুন চর
এলাকার মকবুল হাওলাদারের পুত্র জামাল হাং এর
সাথে প্রায় ১০ বছর
পূর্বে রোজিনা বেগমের
বিয়ে হয়ে এবং তাদের আট বছর
বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
বেশ কিছু দিন ধরে জামাল হাং পৌরএলাকার উত্তর
কিস্তাকাঠি আবাসনের বাসিন্ধা বিবাহিত
নারী মুক্তা বেগমের
সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরে।
বৃহস্পতিবার দুপুরে গোপনে খবর
পেয়ে স্ত্রী রোজিনা আবাসনের মুক্তার
ঘরে তার স্বামী জামাল
কে হাতেনাতে ধরে ফেললে তাদের
মধ্যে বাকবিতন্ডা হয় ও স্বামীর
সামনে মুক্তা তাকে লাঞ্চিত করে। এরপর
নতুন চর এলাকার বাসায় ফিরে রোজিনা গলায়
দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি শিলমনি চাকমা জানায়,
ইউডি মামলা রেকর্ড পূর্বক ময়না তদন্ত
শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর
করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহত রোজিনার
স্বামী কে জিজ্ঞাসাবাদের পর স্থানীয়
কমিশনারের জিম্মায় রাখা হয়েছে। অভিযোগ
পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments: