Headlines



gazitv2

w41j

gazitv

Friday, December 5, 2014

চান্দগাঁও থানার পুলিশের পরিচ্ছন্নতা অভিযান ও ভাসমান হকার উচ্ছেদ

নগরীতে পরিস্কার
পরিচ্ছন্নতা রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন
পুলিশ অবৈধ বিল বোর্ড উচ্ছেদ থেকে শুরু
করে রাস্তার চারপাশে অবৈধ ভাসমান ফুটপাত
দোকান উচ্ছেদের কাজ করে আসছে।
শুক্রবারে বিকাল ৪ টার দিকে বহদ্দারহাটে শাহ
আমানত সংযোগ সড়কের দুই
পাশে ময়লা আবর্জনা পরিস্কার করতে চান্দগাঁও
থানার এস.আই সজল সহ তার
সাথে থাকা কয়েকজন কনেস্টবল এই
অভিযানে অংশ নেয় এবং তৎক্ষনিক
বহদ্দারহাটে ভাসমান হকার উচ্ছেদ করে এস
আই সজল।
এদিকে কিছু হকার অভিযোগ করেন,
“আমরা রাস্তার পাশে বসে কিছু ছোট
খাটো জিনিস বিক্রি করে সংসার চালাচ্ছি। শুধু
আমাদেরই দোষ”। তারা আরো অভিযোগ
করেন, “বহদ্দারহাট মদিনা হোটেল এর
বাইরে জনসাধারন এর চলাচলের পথে বড় বড়
২ টি জেনেরেটর বসিয়ে জনসাধারনের
চলাচলের পথ দখল করে আছেন”।
এক পথচারী অভিযোগ করে বলেন,
“মদিনা হোটেল কর্তৃপক্ষ জনসাধারনের
পথেই ২ টি জেনেরেটর বসিয়ে ও চিকেন
তৈরীর মেশিন
বসিয়ে এবং হোটেলে রান্না করার সময়
ধোঁয়াগুলো এয়ারকুলার ফ্যান দিয়ে জন
সাধারনের হাটার পথে ছড়াচ্ছেন। যার
কারনে পরিবেশও দূষিত হচ্ছে।
বর্তমানে পরিবেশ দূষন হওয়ায় এমন কিছু বড়
বড় প্রতিষ্ঠানকে জরিমানা করলেও এ সমস্ত
প্রতিষ্ঠাগুলো প্রশাসনের
চোখে ফাঁকি দিয়ে ব্যবসা করে যাচ্ছেন।
বহদ্দারহাট মদিনা হোটেল কর্তৃপক্ষের
রাস্তার উপর স্থাপন করার অবৈধ জেনারেটর
মেশিন ও চিকেন তৈরীর মেশিন দ্রুত
উচ্ছেদ করবেন
বলে পথচারীরা আশা করেন।

No comments: