Headlines



gazitv2

w41j

gazitv

Friday, December 5, 2014

লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে চার মাসব্যাপী ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

ঢাকা : প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ
সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির আইন পাস করার
দাবিতে চার
মাসব্যাপীকর্মসূচিঘোষণাকরেছেইসলামীআন্দোলন
বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বায়তুল
মোকাররমে অনুষ্ঠিত মহাসমাবেশ
থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর
সাহেব চরমোনাই)। একইসঙ্গে ইসলাম
নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ
শাস্তির আইন পাসের দাবিও
জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার পল্টনে সমাবেশ থেকে এ
কর্মসূচি ঘোষণা করেন
ইসলামী আন্দোলনের আমির রেজাউল
করিম।
এসব দাবিতে ইসলামী আন্দোলন অন্য
যেসব কর্মসূচি ঘোষণা করেছে তার
মধ্যে রয়েছে- ১২ ডিসেম্বর সিলেট
বিভাগীয় মহাসমাবেশ।
নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির
লক্ষ্যে ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ।
২৩ থেকে ২৫ ডিসেম্বর ঢাকা-কুড়িগ্রাম
রোডমার্চ।
৫ থেকে ৭ জানুয়ারি ঢাকা-সিলেট রোডমার্চ।
৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা-খুলনা রোডমার্চ।
১০ থেকে ১১ জানুয়ারি খুলনা-বরিশাল
রোডমার্চ।
২১ থেকে ২৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম
রোডমার্চ।
১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ
অভিযান।
১৮ মার্চ বঙ্গভবন অভিমুখে গণমিছিল ও
রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ।
এছাড়া আসন্ন সংসদ অধিবেশন চলাকালে সংসদ
অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ
করবে ইসলামী আন্দোলন।
মহাসমাবেশে চরমোনাই পীর বলেন,
‘আমরা বলেছিলাম, মহাসমাবেশের
অনুমতি না পেলে আগামী রোববার
সারা দেশে হরতাল ডাকা হবে।
তবে সমাবেশ করতে পারায় হরতাল আহ্বান
করা হয়নি।’

No comments: