Headlines



gazitv2

w41j

gazitv

Friday, December 5, 2014

সবকিছু জিতে ফেলায় অনুপ্রেরণাহীনতায় ভুগছেন ‘বিরক্তিকর’ মেসি !

স্পোর্টস ডেস্ক : বার্সার হয়ে সম্ভাব্য
সবকিছু জিতে ফেলায় অনুপ্রেরণাহীনতায়
ভুগছেন আর্জেন্টাইন তারকা। যা চারবারের
ফিফাবর্ষসেরাফুটবলারকেরীতিমতো‘বিরক্তিকর’
করে তুলেছে বলে দাবি স্কোলসের।
ম্যানইউ কিংবদন্তি পল স্কোলসের বিশ্বাস-
সর্বজয়ী বার্সেলোনা, আর এই
বার্সেলোনা এক নয়। পূর্বের তুল্যমান
বিবেচনায় এখনকার দলটি নিজেদের ছায়ায়
পরিণত হয়েছে। একই কথা খাটে লিওনেল
মেসির ক্ষেত্রেও।
গত সপ্তাহে লা লিগায় বার্সেলোনা ও
ভ্যালেন্সিয়া ম্যাচ দেখার পর সাবেক ম্যানইউ
মিডফিল্ডারের স্কোলসের দাবি, বার্সার নতুন
ম্যানেজার লুইস এনরিকের হাতে অনেক
কঠিন কাজ রয়েছে। বিশেষত ইতোমধ্যেই
পৃথিবী জয় করে ফেলা সর্বজয়ী দল ও
তার স্কোয়াডের খেলোয়াড়কে আবার
সজীব ও তরতাজা করে তুলতে।
কেননা তাদের মাঠের পারফরম্যান্স
থেকে কি একটা যেন হারিয়ে গেছে?
কোথায়ও গিয়ে যেন মনে হয় সুরটা একটু
চড়েই গেলো?
নিজের লেখা এক কলামে সাবেক ইংলিশ
ফুটবলার বলেন, ‘বার্সায় দীর্ঘদিন
ধরে অতিবাহিত করা কিছু ফুটবলারের
খেলা দেখে একটি কথাই
মনে আসছে ‘বিরক্তিকর’।
এটা আবেগে থরথর
হয়ে কোনো প্রগলভ নয়। কিন্তু একটি দল
যারা এক সময় গ্রহের সেরা ও ফুটবলের
স্টাইলে পরিণত হয়েছিল তাদের
নিন্মমুখীতা উপস্থাপনে শ্রেষ্ঠ ‍পন্থা।’
স্কোলস নিজের
কলামে আরো দাবি করেন, কাতালনদের
হয়ে ছয়টি লা লিগা, দুটি কোপা দেল
রে এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ
জেতা মেসি নিজেকে চাঙা রাখতে পারছেন
না। তার ভাষায়, ‘ফুটবলার মেসির অর্জন আর
অন্য সব ফুটবলার
থেকে তাকে আলাদা করে রাখবে। কিন্তু
আর সবার মতো আমিও মেসির খেলায়
একটা বিরক্তিকরতা লক্ষ্য করছি। এই অবস্থায়
এনরিকের মতো নতুন একজন ম্যানেজারের
পক্ষে মেসি ও দলের অন্য সব
তারকা খেলোয়াড়কে আবার তাদের সেরায়
ফিরিয়ে নেয়াটা কষ্টকর। কিন্তু স্প্যানিশ
ম্যানেজারকে এখন সেটা নিয়েই
ভাবতে হচ্ছে।’

No comments: