Headlines



gazitv2

w41j

gazitv

Friday, December 5, 2014

মমতার ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন বক্তব্যে উল্লাসিত ছিটমহলের মানুষ

ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত
বাস্তবায়নে পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এর
সম্মতি দেয়াসহ সার্বিক
সহযোগীতা প্রদানের ঘোষনায়
আনন্দে উদবেলিত বাংলাদেশ ও ভারতের
অভ্যন্তরে অবস্থিত ১৬২ টি ছিটমহলের অর্ধ
লক্ষাধিক মানুষ।
পশ্চিম বঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার
সীমান্তবর্তী ভারতীয় নয়ারহাট
চৌপতি মোড়ের জনসভায় বৃহস্পতিবার প্রধান
অতিথির বক্তৃতায় উভয় দেশের ১৬২ ছিটমহল
বাসীর মধ্যে বিরাজমান সমস্যার সমাধান ও
বিনিময় চুক্তি বাস্তবায়নে সহযোগীতা ও
সম্মতি দেয়ার ঘোষনা দেয়।
এতে আনন্দে উদবেলিত
হয়ে অভিব্যক্তি প্রকাশ করেন উভয়
দেশের ছিটমহালের ৫১৭৮৪ জন মানুষ।
তারা এটি দ্রুত বাস্তবায়নের দাবীও জানান।
বাংলাদেশ-ভারত ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটির
বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক তার
প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের
অভ্যান্তরে ভারতীয় ছিটমহল ৫১টি। মোট
জনবসতি ১৪,২১৫জন। জমির পরিমান-৭১১০ একর
এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের
ছিটমহাল ১১১টি। মোট জনবসতি ৩৭৩৫৯জন।
জমির পরিমান ১৭১৮৫ একর। বিনিময়
চুক্তিটি বাস্তবায়নের জন্য ৬৭বছরের দীর্ঘ
প্রত্যাশিত দাবী-
দাওয়া নিয়ে আমরা যে আন্দোলন
করেছিলাম মমতার বক্তব্যে তা আলোর
প্রতিফলন ঘটতে যাচ্ছে।
তবে তিনি চলতি ভারতীয় শীতকালীন
অধিবেশনে এটি বাস্তবায়নের জোড়
দাবী জানান।
ওই জনসভায় ভারতের
অভ্যান্তরে থাকা বাংলাদেশের ছিটমহাল
থেকে ২৪জন ছিটমহলবাসীও বক্তব্য রাখার
সুযোগ পান। ভারত-বাংলাদেশ ছিটমহাল বিনিময়
সমন্বয় কমিটির ভারত ইউনিটের
সভাপতি দিপ্তীমান সেন গুপ্ত মমতা ব্যানাজির
জনসভায় বক্তৃতায় অংশ নেন
এবং উভয়দেশের ছিটমহাল বিনিময়ের
ব্যাপারে বক্তব্য তুলে ধরেন। তিনি জানান,
চলতি শীতাকালীন অধিবেশনেই মমতার
পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নের
ব্যাপারে সার্বিক সহযোগীতা দিবেন।
তিনি আরও বলেন, মমতা ব্যানার্জি ছিটমহল
বাসীর প্রতি অত্যান্ত সহনুভূতিশীল
যদি কোন ভারতের ছিটমহাল
থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ
থেকে ভারতে আসে তারা নির্দিধায়
যেতে পারে। মমতা ব্যানার্জি জনসভার
বক্তব্যের সূত্র ধরে দিপ্তীমান সেন
গুপ্ত বলেন, কেন্দ্রীয় সরকারের
বিলটি অনুমোদনের ব্যপারে আর কোন
প্রতিবন্ধকতা থাকবে না

No comments: