Headlines



gazitv2

w41j

gazitv

Monday, December 29, 2014

বিশ্বকাপে কী খেলতে পারবেন বাংলাদেশ ওপেনার তামিম?

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে কী খেলতে পারবেন
বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল
খান? বাংলাদেশ ক্রিকেট
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন
এই প্রশ্নের উত্তর জানতে। তবে সুখবর
হলো, তামিমকে রেখেই ৫
জানুয়ারি বিশ্বকাপের জন্য ১৫
সদস্যের চূড়ান্ত দল
ঘোষণা করতে পারবেন নির্বাচকরা।
কারণ, অস্ট্রেলিয়ান ডাক্তার ডেভিড
ইয়াং জানিয়েছেন, দুই সপ্তাহ পরই
অনুশীলনে ফিরতে পারবেন
বাংলাদেশ দলের ওপেনার
এবং বিশ্বকাপের আগেই পূরোপুরি ফিট
হয়ে যাবেন তিনি।
হাঁটুর ইনজুরির
কারণে জিম্বাবুয়ে সিরিজের সময়ও
বেশ ভুগেছিলেন তামিম ইকবাল। এরপর
একই কারণে মিস করছেন
ঢাকা প্রিমিয়ার লিগের জমজমাট
আসর। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপটাই
অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ
ওপেনারের জন্য।
নিরুপায় হয়ে বিসিবির সিনিয়র
কনসালট্যান্ট ডাক্তার দেবাশিষ
চৌধুরীর স্মরনাপন্ন হন তামিম।
না পরীক্ষা নিরীক্ষার পর শেষ পর্যন্ত
অস্ট্রেলিয়ান অর্থোপেডিক সার্জন
ডাক্তার ডেভিড ইয়াংয়ের
কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়
বাংলাদেশ ওপেনারকে। তখনই
জানানো হয়, অস্ত্রোপচার
করা লাগতে পারে তামিমের হাঁটুতে।
অবশেষে শুক্রবারই ডেভিড ইয়াংয়ের
উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তামিম
এবং আজ (সোমবার) তার সাক্ষাৎ
পেতে সক্ষম হন। সব দেখে-
শুনে সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের
সিদ্ধান্ত নেন ডাক্তার ইয়াং।
হাঁটুতে সফল অস্ত্রোপচারের পরই
হাসপাতালের বিছানায়
শুয়ে ফেসবুকে ছবি আপলোড করেন
তামিম এবং সেখানেই তিনি জানান,
‘ডাক্তার ইয়াং বলেছেন,
নেটে নামতে তার দুই সপ্তাহ সময়
লাগবে। এরপরই শুরু
হবে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম।’
বিসিবি বিবৃতিতে জানায়, শিগগির
তামিমের পুনর্বাসনের কাজ শুরু হবে।
অস্ত্রোপচারের পূর্ণাঙ্গ প্রতিবেদন
পাওয়ার পর ডা. ইয়াংয়ের
সঙ্গে আলোচনা করে তা ব্যবস্থাপনার
পরিকল্পনা করবে বিসিবির চিকিৎসক
দল।
অনেক দিন ধরেই বাঁ হাঁটুর ব্যাথায়
ভুগছিলেন বাঁ-
হাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম।
হাঁটুর চোটের প্রকৃত অবস্থা জানতে গত
শুক্রবার রাতে অস্ট্রেলিয়া রওনা হন
তামিম। দেশ ছাড়ার
আগে তিনি জানিয়েছিলেন,
অস্ত্রোপচারের সিদ্ধান্ত ডা.
ইয়াংয়ের ওপরই ছেড়ে দেবেন তিনি।
আগেই তামিমের বিভিন্ন পরীক্ষার
রিপোর্ট পেয়েছিলেন ডা. ইয়াং।
সোমবার তামিমের চোট পরীক্ষার পর
অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

No comments: