Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, January 10, 2015

ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে বাদ আসর

গাজীপুর : নিশ্চিদ্র নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতির
মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে দেশি-
বিদেশি মুসল্লিদের পদচারণায়
ইসলামী মিলনমেলায় পরিণত হয়েছে বিশ্ব
ইজতেমা ময়দান।
শুক্রবার থেকে শুরু হওয়া এবারের বিশ্ব
ইজতেমার প্রথম পর্ব রোববার জোহরের
নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য
দিয়ে শেষ হবে।
শনিবার প্রথম পর্বে ইজতেমার দ্বিতীয় দিন
আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন
বিয়ে। ইজতেমার বয়ান মঞ্চের পাশেই
বসবে এই বিয়ের আসর। প্রতিবারের ন্যায়
মোহরে ফাতেমিয়রীতি অনুসারে মোহরানা ধার্য্য
করা হবে এ গণবিবাহে। এ নিয়ম
অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ
তোলা রুপা বা উহার সমমূল্য অর্থ।
আখেরি মোনাজাতের প্রস্তুতি: ইজতেমা মাঠের
বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত
মঞ্চেই রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টার
মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর
আগে হবে হেদায়তি বয়ান। আখেরি মোনাজাত ও
হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা সাদ।
আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ
রেলওয়ে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন
রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া আখেরি মোনাজাতের আগে-পরে সব
ট্রেন
টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানিয়ে
টঙ্গীর স্টেশনের কর্মকর্তা মো.
হালিমুজ্জামান।
গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার
সো. সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার রাত ২টার
পর থেকে রোববার আখেরি মোনাজাতের
সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড়
থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল
থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও
পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে মোনাজাতের দিন রোববার সকাল
থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়
এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের
সুবিধার্থে ৪০টি (ইজতেমার স্টিকার লাগানো) বাস
চলাচল করবে বলে জানান তিনি।

No comments: