Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, January 25, 2015

জেনে নিন, ঘুমের ওষুধের বিকল্প খাবার !

নিউজ ডেস্ক : ঘুম নিয়ে অনেকেই বেশ
সমস্যায় থাকেন। রাত
হলে সময়মতো বিছানায় যান ঠিকই
কিন্তু ঘুম আসে না কিছুতেই।
ঘুমের জন্য
অপেক্ষা করতে করতে রাতের
অর্ধেকটাই পার হয়ে যায় বিছানায়
এপাশ ওপাশ ফিরে।
এমন অসহনীয় যন্ত্রণায় যারা আছেন
তারা অনেকেই ঘুমানোর জন্য ঘুমের
ওষুধের আশ্রয় নেন। কিন্তু ঘুমের ওষুধের
প্রতি অতিরিক্ত নির্ভরশীলতাও
শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
কিছু সাধারণ খাবার
হতে পারে আপনার ঘুমের ওষুধের
বিকল্প। এগুলোর
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই
ঘুম সমস্যার সমাধানের জন্য
নির্ভয়ে এবং নির্বিঘ্নেই
খেতে পারেন এসব খাবার। জেনে নিন
কিছু খাবার
সম্পর্কে যেগুলো হতে পারে আপনার
ঘুমের ওষুধের বিকল্প।
পাকা কলা
কলা খেলে রাতে ভালো ঘুম হয়।
কলাকে ঘুমের ওষুদের বিকল্পও
বলা যেতে পারে। কলায়
আছে ম্যাগনেসিয়াম
যা মাংসপেশীকে শিথিল করে।
এছাড়াও কলা খেলে মেলাটোনিন ও
সেরোটোনিন হরমোন নির্গত
হয়ে শরীরে ঘুমের আবেশ নিয়ে আসে।
তাই যাদের ঘুম হয় না তারা রাতের
খাবারে কলা রাখতে পারেন।
হালকা গরম দুধ
হালকা গরম দুধ হতে পারে ঘুমের ওষুধের
বিকল্প। অনেকেরই রাতের
ঘুমে সমস্যা হয়। যারা রাতে ঠিক
সময়ে ঘুমাতে পারছেন
না কিংবা বিছানায় শুয়ে এপাশ
ওপাশ করছেন তারা রাতে ঘুমানোর
আগে হালকা গরম দুধ
খেয়ে ঘুমাতে পারেন।
দুধে আছে ট্রাইপটোফান ও
এমিনো এসিড যা ঘুম ঘুম ভাব
সৃষ্টি করে। এছাড়াও দুধের ক্যালসিয়াম
মস্তিষ্কে ট্রাইপটোফান
ব্যবহারে সহায়তা করে। এক গ্লাস দুধ
খেলে আপনার মানসিক চাপ অনেকটাই
কমে যায় এবং শরীর কিছুটা শিথিল
হয়ে ঘুমে সহায়তা করে।
মধু
মস্তিষ্কে ওরেক্সিন নামের
একটি নিউরোট্রান্সমিটার
আছে যা মতিষ্ককে সচল রেখে ঘুমের
ব্যাঘাত ঘটায়। রাতে ঘুমানোর
আগে মধু খেলে মস্তিষ্কে গ্লুকোজ
প্রবেশ করে এবং ওরেক্সিন উৎপাদন
বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্য
যা আপনাকে দ্রুত
ঘুমিয়ে পড়তে সহায়তা করবে।
আলু
সেদ্ধ আলু বা রান্না করা আলু আপনার
রাতের ঘুমের সহায়ক একটি খাবার
হতে পারে। আলু
খেলে ট্রাইপটোফানের ফলে সৃষ্ট হাই
তোলায় ব্যাঘাত সৃষ্টিকারী এসিড নষ্ট
হয়ে যায়। ফলে আপনার মস্তিষ্ক বেশ
দ্রুতই
আপনাকে ঘুমিয়ে পড়তে সহায়তা করতে পারে
ওটমিল
যারা ওজন সমস্যায় থাকেন
তারা অনেকেই ওটমিল খেয়ে থাকেন।
ওটমিলে আছে ঘুমে সহায়ক
মেলাটোনিন। তাই রাতের খাবার
হিসেবে ওটমিল
খেলে একদিকে আপনার
ওজনটা নিয়ন্ত্রণে থাকবে, অন্য
দিকে আপনার রাতের ঘুমটাও
ভালো হবে।
বাদাম
রাতের ঘুমের জন্য
আরেকটি উপকারী খাবার
হলো বাদাম। যাদের
রাতে ঘুমাতে সমস্যা হয়
তারা প্রতিদিন রাতের খাবারে ১০/১২
টি বাদাম খেলে রাতের ঘুম
ভালো হবে।

posted from Bloggeroid

No comments: