Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, April 30, 2014

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুলসহ ৬ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
প্যানেল মেয়র নজরুলসহ ৬ জনের
লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার
কলাগাছিয়া এলাকার
শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার
হওয়া ৬টি লাশের মধ্যে ৫টির
পরিচয় জানা গেছে।
তারা হলেন- নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের প্যানেল মেয়র
অপহৃত নজরুল ইসলাম, জ্যেষ্ঠ
আইনজীবী চন্দনকুমার সরকার,
চন্দন কুমার সরকারের গাড়িচালক
ইব্রাহিম, নজরুল ইসলামের
সহযোগী মনিরুজ্জাম স্বপন, তাজুল
ইসলাম রাসেল।
বুধবার বিকেলে স্বজনরা তাদের
লাশ শনাক্ত করেন।
বন্দর থানার ওসি আক্তার মোরশেদ
জানান, বুধবার দুপুর ৩টার
দিকে স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে ৫টি লাশ
ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ
গিয়ে অর্ধগলিত অবস্থায় হাতা-
পা বাঁধা লাশ ৫টি তুলে আনে।
রাতে আরো একটি লাশ উদ্ধার
করা হয়।
বিকেল সাড়ে ৪টার
দিকে ৫টি লাশের
মধ্যে একটি লাশ নজরুলের
বলে শনাক্ত করেন তার ছোট ভাই
আব্দুস সালাম। এরপর নজরুলের
সহযোগী মনিরুজ্জাম স্বপনের লাশ
শনাক্ত করেন তার ছোট ভাই রিপন।
সন্ধ্যা পৌনে ৬টার
দিকে আইনজীবী চন্দন কুমার
সরকারের গাড়িচালক ইব্রাহিমের
লাশ শনাক্ত করেন তার ভাগ্নে আবু
বকর ও সাইদ। সন্ধ্যা সোয় ৬টার
দিকে নজরুলের আরেক
সহযোগী তাজুল ইসলাম রাসেলের
লাশ শনাক্ত করেন তার ছোট ভাই
আনিছ।
রাতে জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার
সরকারের লাশ সনাক্ত করা হয়।
হাতে আংটি ও ব্রেসলেট
দেখে নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতাল মর্গে চন্দন সরকারের
লাশ শনাক্ত করেন নিহতের
ভাগ্নে অ্যাডভোকেট প্রিয়তম দেব
এবং জেলা আইনজীবী সমিতির
সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত
হোসেন খান। বাকি একটি লাশের
পরিচয় এখনো মেলেনি। এ
ছাড়া নজরুলের গাড়িচালক
জাহাঙ্গীরের সন্ধান মেলেনি।
বন্দর থানার ওসি আক্তার মোরশেদ
বলেন, "প্রতিটি লাশের হাত-
পা বাঁধা ছিল। লাশের
সঙ্গে দুটি করে বস্তাও
বাঁধা পাওয়া যায়।
প্রতিটি বস্তার
মধ্যে ১০-১২টি ইট ছিল। লাশ যেন
ভেসে উঠতে না পারে সেজন্য
দুর্বৃত্তরা এ
অবস্থা করেছে বলে ধারণা করা হচ্ছে।"
তিনি বলেন, "নজরুল ইসলামের লাশ
উদ্ধারের পর দেখা গেছে তার পেট
কাটা।"
গত রোববার দুপুরে নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড
কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও
আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম
ও তার ৪ সহযোগীকে তাদের
বহনকারী প্রাইভেটকারসহ অপহরণ
করে দুর্বৃত্তরা।
একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ
আইনজীবী চন্দন কুমার সরকার ও
তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ
হন।
এরআগে ১৬ এপ্রিল পরিবেশ
আন্দোলনের সংগঠক
সৈয়দা রিজওয়ানা হাসানের
স্বামী আবু বকর সিদ্দিক
নারায়ণগঞ্জ থেকে অপহৃত হন।
অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর আবু
বকর সিদ্দিককে ছেড়ে দেয়
দুর্বত্তরা।


Posted via Blogaway

No comments: