Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 11, 2014

জেনে নিন লিফটে আটকে গেলে কী করবেন?

জেনে নিন
লিফটে আটকে গেলে কী করবেন?
সময় : 10:25 pm । প্রকাশের তারিখ :
11/05/2014
নিউজ ডেস্ক : বহুতল
ভবনে যারা নিয়মিত ওঠানামা করেন
তাদের লিফটের ভেতরে দুই-একদিন
আটকে যাবার অভিজ্ঞতা কম-
বেশি আছেই। লিফটের
ভেতরে আটকে যাবার ঘটনা খুবই
আতঙ্কের। লিফটের
ভেতরে আটকে গেলে আতঙ্কগ্রস্থ
হয়ে চিৎকার চেচামেচি না করে,
মাথা ঠাণ্ডা রেখে সামান্য কিছু
বিষয়
মেনে চললে পরিস্থিতি সামলে নিতে পারেন।
লিফটে আটকে যাওয়ার
সঙ্গে সঙ্গে ‘Door Open’
বাটনে চাপ দিন। বাটন চাপার
সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলে খেয়াল
করুন, কোনো ফ্লোরের সমতলে রয়েছেন
কিনা। সমতলে থাকলে বেরিয়ে আসুন।
আর যদি সমতলে না হয়
তাহলে তাড়াহুড়ো করে বের হবেন না,
এতে যে কোনো সময় দূর্ঘটনার শিকার
হতে পারেন।
‘Door Open’ চাপ দেয়ার পরও
যদি দরজা না খুলে তাহলে ‘allarm’
বাটনে চাপ দিন। এছাড়া খেয়াল
করুন, লিফট
থেকে বাইরে উদ্ধারকারীদের
সঙ্গে কথা বলা যায় কিনা। স্পিকার
কিংবা ফোনে কথা বলতে পারলে কথা বলুন।
সবসময় চেষ্টা করুন নিজেকে শান্ত
রাখার।
লিফটে আটকে গেলে ঘাবড়ে যাবেন
না। মনে রাখবেন কিছুক্ষনের
মধ্যে আপনাকে উদ্ধারকারীরা উদ্ধার
করতে আসবে।


Posted via Blogaway

No comments: