ডেস্ক :ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের
বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস আর নেই। গতকাল
বুধবার রাত ১১টার দিকে বগুড়ার শহীদ
জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে মারা যান তিনি।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায়
তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৭৫।
বগুড়ায় নিজ গ্রামের বাড়িতেই অপু বিশ্বাসের
বাবার শেষকৃত্য করা হবে। বাবার মৃত্যুর
খবর শুনে রাতেই অপু বগুড়া চলে যান।
Posted via Blogaway
No comments:
Post a Comment