Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 2, 2014

বাংলাদেশ আজ এক মৃত্যু উপত্যাকা : ফখরুল নিজস্ব প্রতিবেদক : অপহরণ ও হত্যাকাণ্ডে

বাংলাদেশ আজ এক মৃত্যু উপত্যাকা :
ফখরুল
নিজস্ব প্রতিবেদক : অপহরণ ও
হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করা চরম
পরিহাস বলে মন্তব্য করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর
গুলশানে বিএনপি চেয়ারপারসনের
দলীয় কার্যালয়ে সংবাদ
সম্মেলনে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, অপহরণ, গুম ও
হত্যাকাণ্ডের ঘটনায়
বিএনপিকে দায়ী করায় সরকার
চরম পরিহাস ও দায়িত্বজ্ঞানহীন
তার পরিচয় দিয়েছে।
এর আগে বিএনপির সিনিয়র
নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির
সদস্য- আর এ গণি, এম কে আনোয়ার,
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার,
বেগম সরোয়ারি বেগম,
মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান
আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজ
উদ্দিন, সাদেক হোসেন খোকা ও
সেলিমা রহমান প্রমুখ।
মির্জা ফখরুল আরও বলেছেন,
বাংলাদেশ আজ এক মৃত্যু উপত্যাকা।
আমারা স্বাধীন দেশের ন্যায়
বিচারের জন্য যুদ্ধ করেছি।
দেশে এখন ৭৪-৭৫ এর
পনুরাবৃত্তি ঘটছে। জনগণের
স্বাধীন মৃত্যুর গ্যারান্টি নেই।
তিনি বলেন, দেশের
নিরাপত্তা ভেঙ্গে পড়েছে, আর তাই
সরকার আছে ভাবার কারণ নেই।
মির্জা আলমগীর বলেন, সরকার
বর্তমান
অবস্থা নিয়ে হাসাহাসি করছে।
দায়িত্বহীনভাবে বিরোধীদলের
ওপর দোষ চাপাচ্ছে।


Posted via Blogaway

No comments: