Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, May 28, 2014

শীর্ষ তালিকায় সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক
নৈপূণ্য দেখানোর পুরস্কার পেলেন বিশ্বের
অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলতি আসরের শীর্ষ দশ ক্রিকেটারদের তালিকায়
উঠে এসেছে বাংলাদেশের এই কৃতি অলরাউন্ডারের
নামও। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রায়
প্রতিটি ম্যাচেই বল বা ব্যাট হাতে মাঠ
মাতানো সাকিব আসরের শীর্ষ দশ ক্রিকেটারদের
তালিকায় নবম স্থানে অবস্থান করছেন। মঙ্গলবার
ইডেনে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কিংস
ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কোয়ালিফায়ার
রাউন্ডে মাঠে নামার আগে এ তথ্য প্রকাশ পায়।
শুধু তাই নয়, চলতি আইপিএল
সেভেনে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭তম
এবং বোলারদের তালিকায় ২২তম অবস্থানে আছেন
দেশসেরা এই ক্রিকেটার। আসরে সাকিব ১১ ম্যাচ
খেলে ব্যাট হাতে মোট ২১১ রান সংগ্রহ করেন।
অন্যদিকে বল হাতে এই ১১ ম্যাচ থেকে ১১
উইকেটও তুলে নেন এই বাঁহাতি। তবে প্রায়
প্রতিটি ম্যাচেই ব্যাটসম্যানদেরকে কঠোর
নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে বেঁধে রেখে ব্যাপক
প্রশংসা কুড়ান তিনি।
সাকিবের এই অসামান্য নৈপূণ্যে কেকেআর মালিক
এবং বলিউড বাদশাহ শাহরুখ খান একেবারেই
উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। মঙ্গলবার কোয়ালিফায়ার
পর্বে কিংস ইলেভেন পাঞ্জাবের
বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবই দলের
তুরুপের তাস হতে পারেন, এমন আশাই করছেন
সহ-খেলোয়াড়রা।


Posted via Blogaway

No comments: