Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 2, 2014

অপরাধ প্রবণতা ঠেকানোর লক্ষ্য নিয়ে মাইক্রোবাসে রঙিন কাচ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। আগামী ১০ মে’র পর মাইক্রোবাসের কাচে কালো অথবা রঙিন অথবা মার্কারি রঙ কিংবা অস্বচ্ছ কাচ দেখলেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পর্যায়ক্রমে সব গাড়িতে রঙিন কাচ ব্যবহার নিষিদ্ধ করা হবে।

অপরাধ প্রবণতা ঠেকানোর লক্ষ্য
নিয়ে মাইক্রোবাসে রঙিন কাচ
ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার।
আগামী ১০ মে’র পর
মাইক্রোবাসের
কাচে কালো অথবা রঙিন
অথবা মার্কারি রঙ কিংবা অস্বচ্ছ
কাচ দেখলেই
আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়। পর্যায়ক্রমে সব
গাড়িতে রঙিন কাচ ব্যবহার
নিষিদ্ধ করা হবে।


Posted via Blogaway

No comments: