বিনোদন ডেস্ক : চলচ্চিত্র
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক
সবুজকে অপহরণের
অভিযোগে প্রতিষ্ঠানটির সিইও শীষ
মনোয়ারকে গ্রেফতার করেছে মিরপুর
থানা পুলিশ।
আজ শনিবার ভোর ৬টায়
মোহাম্মদপুরের নিজ
বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জাজ মাল্টিমিডিয়ার
হিসাবরক্ষক সবুজ গত ২৬ এপ্রিল নিজ
বাসা থেকে অফিসে আসার পথে অপহৃত
হন। মূলত তাকে অপহরণ করার
অভিযোগে পুলিশ শীষ
মনোয়ারকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মিরপুর থানার
ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
‘সবুজ নিখোঁজ হওয়ার পর তার
বাবা আব্দুর রহিম
প্রথমে রমনা থানায় একটি সাধারণ
ডায়েরি করেন। এরপর কোনও ফলাফল
না পেলে সবুজের বাবা ও
স্ত্রী সানজিদা শীষ মনোয়ার ও উক্ত
অফিসের আরও কয়েকজনের
নামে মিরপুর থানায় মামলা করেন।
এরপর শনিবার
সকালে তাকে আমরা গ্রেফতার করি।’
ওসি আরও বলেন,
‘শীষকে বর্তমানে আদালতে পাঠানো হয়েছে এবং এ
মামলাটির তদন্তের
দায়িত্বে রয়েছেন এস আই কামরুল
ইসলাম।’
এদিকে, অপহরণের অভিযোগ অস্বীকার
করে শীষ মনোয়ারের মিডিয়া কো-
অর্ডিনেটর জাহাঙ্গীর বিপ্লব
বলেন, ’শীষ মনোয়ার বলেছেন
এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই
ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
চলচ্চিত্র প্রযোজনায় আসার পর
থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এরকম চলতে থাকলে তিনি চলচ্চিত্র
প্রযোজনা ছেড়ে দেবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ
মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক
সবুজকে অপহরণের
অভিযোগে প্রতিষ্ঠানটির সিইও শীষ
মনোয়ারকে গ্রেফতার করেছে মিরপুর
থানা পুলিশ।
আজ শনিবার ভোর ৬টায়
মোহাম্মদপুরের নিজ
বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জাজ মাল্টিমিডিয়ার
হিসাবরক্ষক সবুজ গত ২৬ এপ্রিল নিজ
বাসা থেকে অফিসে আসার পথে অপহৃত
হন। মূলত তাকে অপহরণ করার
অভিযোগে পুলিশ শীষ
মনোয়ারকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মিরপুর থানার
ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
‘সবুজ নিখোঁজ হওয়ার পর তার
বাবা আব্দুর রহিম
প্রথমে রমনা থানায় একটি সাধারণ
ডায়েরি করেন। এরপর কোনও ফলাফল
না পেলে সবুজের বাবা ও
স্ত্রী সানজিদা শীষ মনোয়ার ও উক্ত
অফিসের আরও কয়েকজনের
নামে মিরপুর থানায় মামলা করেন।
এরপর শনিবার
সকালে তাকে আমরা গ্রেফতার করি।’
ওসি আরও বলেন,
‘শীষকে বর্তমানে আদালতে পাঠানো হয়েছে এবং এ
মামলাটির তদন্তের
দায়িত্বে রয়েছেন এস আই কামরুল
ইসলাম।’
এদিকে, অপহরণের অভিযোগ অস্বীকার
করে শীষ মনোয়ারের মিডিয়া কো-
অর্ডিনেটর জাহাঙ্গীর বিপ্লব
বলেন, ’শীষ মনোয়ার বলেছেন
এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই
ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
চলচ্চিত্র প্রযোজনায় আসার পর
থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এরকম চলতে থাকলে তিনি চলচ্চিত্র
প্রযোজনা ছেড়ে দেবেন।’
posted from Bloggeroid
No comments:
Post a Comment