Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, May 13, 2014

সর্বশেষ / দুবাইয়ে নিহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

ডেস্ক : সংযুক্ত আরব
আমিরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
নিহত চার বাংলাদেশির পরিচয়
পাওয়া গেছে। শনিবার
মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বহি:প্রচার অনুবিভাগ তাদের নাম
গণমাধ্যমে প্রকাশ করে।
নিহতরা হলেন চাঁদপুর সদরের ইলু
ঢালীর ছেলে মাসুম ঢালী,
চট্টগ্রামের সীতাকুণ্ডের নাবিয়াল
হকের ছেলে মো. বদরুল হাসান,
চাঁদপুরের মতলবের বাদশা মিয়ার
ছেলে আলমগীর ও সিলেটের
জৈন্তাপুরের কলিমুল্লাহর
ছেলে নজরুল ইসলাম।
শনিবার সকালে দুবাইয়ের
প্রশাসনিক অঞ্চলে কর্ণেল আলী গনিম
রোডে সড়ক দুর্ঘটনায় এ চার
বাংলাদেশিসহ ১৫ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয় আরো নয়
বাংলাদেশি। তাদের মধ্যে ৫
জনকে প্রাথমিক
চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আর অধিকতর আহত
চারজনকে হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর সেখানকার বাংলাদেশ
দুতাবাসের কর্মকর্তারা সার্বিক
বিষয়ে তদারকি করছেন
বলে জানিয়েছে পররাষ্ট্র
মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগ।


Posted via Blogaway

No comments: