রাজধানীতে প্রেমিকের ইঠের
আঘাতে প্রাণ গেলো প্রেমিকার
মায়ের
হ্যালোটুডে ডেস্ক: রাজধানীতে এক
প্রেমিকের ইটের আঘাতে মৃত্যু
হয়েছে এক প্রেমিকার মায়ের।
নিহত মহিলার নাম কোহিনূর বেগম
(৪৫)।
পুলিশ ও পারিবারিক
সূত্রে জানা গেছে, ভাটারার
খিলবাড়ীটেকের বাসায়
পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন
কোহিনূর। সোমবার
রাতে কোহিনূরের মেয়ে শারমিনের
প্রেমিক সাইফুল তাকে ইট
দিয়ে মাথায় আঘাত করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার
দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায়
মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই
হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঘটনার জন্য দায়ী সাইফুলকে আটক
করার জন্য বিভিন্ন
স্থানে অভিযান চালানো হচ্ছে। এ
ঘটনায় থানায়
একটি মামলা করা হয়েছে।
Posted via Blogaway
No comments:
Post a Comment