Headlines



gazitv2

w41j

gazitv

Monday, June 9, 2014

বলিউডের মতো পর্নস্টার হতে চান বাংলাদেশি বিপাশা!

অবাক হওয়ার মতো খবরই। বলিউডের মতো এদেশের
চলচ্চিত্রেও এখন যৌনতার প্রতিযোগিতা চলছে। আর
সে সুযোগে কেউ কেউ পর্ন ছবি নির্মাণ করার কথাও
ভাবতে শুরু করেছেন বলে ফিল্মপাড়ায় গুঞ্জন।
আর এ দেশে তেমন কোনো ছবি তৈরি হলে প্রথম
ছবিতেই নাকি সুযোগ নিতে চান হালের
উঠতি নায়িকা বিপাশা কবির।
প্রসঙ্গত ২০০৯ সালে লাক্স
তারকা হিসেবে মিডিয়াতে বিপাশা কবিরের
যাত্রা শুরু হয়। সর্বপ্রথম তিনি রুমানা রশীদ
ঈশিতার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন।
তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটক
হচ্ছে ইরানী বিশ্বাস পরিচালিত তবুও প্রতীক্ষায়,
হিমু আকরামের জলছাপ ও আলভী আহমেদ পরিচালিত
সমীকরণ।
জানা যায়, ইতোমধ্যেই মুম্বাই ফিল্মের
মতো ঢাকাই ছবিতে আইটেম গানের বেশ হিড়িক
পড়ে গেছে। আর এক্ষেত্রে অনেক অভিনেত্রীই
এগিয়ে আসছেন আইটেম গার্ল হিসেবে পারফর্ম
করতে। এদের অন্যতম বিপাশা কবির। দেশের
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এ
অভিনেত্রী এরইমধ্যে বেশ খ্যাতিও পেয়েছেন
বিভিন্ন ছবির আইটেম গানে পারফর্ম করে।
আইটেম গার্ল হিসেবে শাহীন সুমন পরিচালিত
ভালোবাসার রং ছবি দিয়ে তার যাত্রা শুরু হয়।
তারপর একই পরিচালকের অন্যরকম ভালোবাসা,
জটিল প্রেম; মনতাজুর রহমান আকবরের তবুও
ভালোবাসি, রাজু চৌধুরীর রোমিও ২০১৩, জাকির
হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না,
বদিউল আলম খোকনের নিষ্পাপ মুন্নাসহ আরও বেশ
কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে পারফর্ম
করেন তিনি।সূত্র: সময় টিভি

posted from Bloggeroid

No comments: