Headlines



gazitv2

w41j

gazitv

Monday, June 9, 2014

শতভাগ প্রস্তুত নয় ব্রাজিল: ফ্রেড

ঢাকা: ব্রাজিল দলের বিশ্বকাপ প্রস্তুতি এখনও
সম্পূর্ণ হয়নি বলে মনে করেন সেলেকাও স্ট্রাইকার
ফ্রেড। তিনি জানিয়েছেন, ক্রোয়েশিয়ার
বিপক্ষে প্রথম ম্যাচকে কেন্দ্র
করে সেলেকাওরা কঠোর পরিশ্রম করছে।
দলের খেলোয়াড়রা তাদের সম্ভাবনার চূড়ান্ত
পর্যায়ে এখনও পৌঁছায়নি এবং নিজেদের
দুর্বলতা কাটিয়ে উঠতে প্রস্তুতি ক্যাম্পে ঘাম
ঝরাচ্ছেন বলেও আন্তর্জাতিক
সংবাদমাধ্যমকে জানান ফ্রেড।
শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়নি স্বীকার করেও
সমর্থকদের একই সঙ্গে আশ্বাস দিয়েছেন ফ্রেড।
বিশ্বকাপের আগেই খেলোয়াড়েরা টেকনিক্যালি ও
ট্যাকটিক্যালি শতভাগ প্রস্তুতি সম্পন্ন
করে ফেলবে এবং টুর্নামেন্ট চলাকালেও
প্রতিটি ম্যাচে উত্তরোত্তর
উন্নতি করতে থাকবে বলেও আশ্বাস দেন ফ্রেড।
সার্বিয়ার বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ৩০
বছর বয়সী ফ্লুমেন্সের এই স্ট্রাইকার ফ্রেডের
একমাত্র গোলেই জয় পায় ব্রাজিল। আর অল্প
ব্যবধানের এ জয়ে মোটেই সন্তুষ্ট নয় ব্রাজিল
সমর্থকরা।
দুদিন পরেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে লুইজ
ফেলিপে স্কোলারির দল ঘরের মাঠে সমর্থকদের
ভীষণ চাপে থাকবে। যদিও বিশ্বকাপের পূর্বের এক
বছরজুড়ে তাদের পারফরম্যান্স সমর্থকদের যথেষ্ট
আশা জুগিয়েছে। ইতোমধ্যেই কনফেডারেশন
কাপে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জয়ের
সম্ভাবনায় বারুদ দিয়েছে স্কোলারির শিষ্যরা।
বিশ্বকাপের এ গ্রুপে ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়া,
ক্যামেরুন ও মেক্সিকোর বিপক্ষে। ১২ জুন ব্রাজিল
ও ক্রোয়েশিয়ার উদ্বোধনী খেলা দিয়ে শুরু
হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ১৩ জুলাই।

posted from Bloggeroid

No comments: