Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, June 24, 2014

মেসির জন্য মাহী…

বিনোদন ডেস্ক: মেসির জন্য ফুটবল খেলা দেখেন
চিত্রনায়িক মাহী। তাই তার কাছে মেসির দল আর্জেন্টিনাই
সবচেয়ে ফেবারিট। গত ম্যাচে যখন তার প্রিয় দল প্রায়
ধরাশায়ী হতে চলেছিল, প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি।
অবশেষে শেষ গোলে লাফ দিয়ে চিৎকার করে ওঠেন এই
চিত্রনায়িকা। তাই তার সরল স্বীকারোক্তি, ‘আমি ফুটবল
খেলা দেখি স্রেফ মেসির জন্য।’ এদিকে চলচ্চিত্র আর
নানা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন তিনি। সিরাজগঞ্জ যাচ্ছেন
মাহিয়া মাহি। সৌন্দর্য প্রসাধনী ফেয়ার অ্যান্ড লাভলীর
শুভেচ্ছাদূত হিসেবে সেখানকার কুইজ বিজয়ীদের হাতে ২৩ জুন
উপহার তুলে দেবেন তিনি। গত কয়েকদিন রাজধানীর বনশ্রী,
চকবাজারসহ বিভিন্ন এলাকায় কয়েকজন বিজয়ীকে পুরস্কার
দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ফেয়ার অ্যান্ড লাভলীর প্রস্তুতকারী ও পরিবেশক প্রতিষ্ঠান
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ
হন মাহী। তারই অংশ হিসেবে পণ্যটি নিয়মিত ব্যবহার করেন
এমন কয়েকজন নারীকে নির্বাচন করে নিজের হাতে পুরস্কার
তুলে দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মাহী বলেন, ‘প্রথমে ঢাকার
বিজয়ীদের ঘরে ঘরে গিয়ে উপহার দিয়েছি। এবার ঢাকার
বাইরের পুরস্কার বিজয়ীদের কাছে যাওয়ার পালা। কাজটা বেশ
উপভোগ করছি। বিজয়ীদের হাতে উপহার
তুলে দিতে ভালো লাগছে।’
এদিকে বিজ্ঞাপনচিত্রের ব্যস্ততার বাইরে মাহী বেশকিছু
চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে জাকির হোসেন রাজু
পরিচালিত ‘অনেক সাধের ময়না’ (বাপ্পী, আনিসুর রহমান
মিলন) এবং সৈকত নাসিরের ‘দেশা :দ্য লিডার’ (শিপন)
শিগগিরই মুক্তি পাবে।

posted from Bloggeroid

No comments: