নিউজ ডেস্ক : এমন অনেকেই আছেন
যারা বাহিরে কোথাও কথা বলতে বেশ
লজ্জা করে থাকেন। নিজেকে কোনোভাবেই প্রকাশ
করতে পারেন না এরা। অফিসের
কোনো আলোচনা সভায় বা বন্ধুদের আড্ডার আসরেও
এরা ঠিকভাবে কথা বলতে পারেন না।
এরা অনেকটা অন্তর্মুখী ধরনের হয়ে থাকেন।
এক্ষেত্রে দেখা যায় যে তারা কিছু জানেন
না তা নয় কিন্তু নিজেদের গুণগুলোকে প্রকাশ
করতে এরা অনেক বেশি লজ্জা পেয়ে থাকেন।
নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই
সমস্যাটি হয়ে থাকে। আপনি যদি এমন ধরনের
একজন হয়ে থাকেন তাহলে আজই নিজেকে পরিবর্তন
করার চেষ্টা করুন। কেননা এই প্রতিযোগিতার
যুগে আপনি এভাবেই নিজেকে প্রকাশ
করতে লজ্জা পেয়ে থাকলে কোনোভাবেই নিজের
অবস্থানটিকে দৃঢ় করতে পারবেন না।
সফলতা আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে।
তাই কিছুটা হলেও নিজেকে প্রকাশ করার
চেষ্টা করুন।
১. কোনো কথা মুখে আনা মানে বলে ফেলা না,
কথাটিকে বলে ফেলুন :
ধরুন আপনি একটি আলোচনা সভায় বসে আছেন।
সেখানে এমন একটি বিষয়
নিয়ে আলোচনা হচ্ছে যা আপনার অনেক পছন্দের
একটি বিষয় এবং এটি সম্পর্কে আপনি যথেষ্ট
জানেন। কিন্তু খেয়াল করে দেখুন আপনি চাইছেন
আলোচনায় অংশগ্রহণ করতে, দুই তিনটি লাইন বলতে,
আপনি ভাবছেন বলবেন কিন্তু আপনি ঠিক
বলে উঠতে পারছেন না, আপনার বুক কাঁপছে,
ভাবছেন বলবেন কি বলবেন না এবং শেষ পর্যন্ত
দেখা গেল আপনি বলতে পারলেনই না।
আপনি নিজেকে প্রকাশ করতে লজ্জা পেলেন বলেই
আপনি বলতে পারলেন না। এই অপারগতার
কারণে আপনার সম্পর্কে কেউ জানলেনও
না যে আপনি বিষয়টি অনেক ভালো জানেন। এমন
ধরনের লজ্জা কাটিয়ে উঠতে আপনি এর জন্য
বাসাতেই কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন।
বেশি বেশি কথা বলার অভ্যাস করুন।
প্রয়োজনে বন্ধুদের আসরে বেশি কথা বলুন। বন্ধুদের
মাঝে ভুল বললেও তো তেমন কোনো সমস্যা নয়।
নিজের প্রতি কনফিডেন্স বাড়িয়ে তুলুন।
নিজেকে যোগ্য করে তুলুন। লজ্জার খোলস
থেকে নিজেকে মুক্ত করে আনুন।
২. কখনই না বলবেন না :
আপনি নিজের লজ্জাটিকে যদি সত্যিই
কাটিয়ে উঠতে চান তাহলে যে কোনো জায়গায়
আপনার যা বলতে ইচ্ছা করে তাই বলবেন,
না বলবেন না। মনে রাখবেন ‘না’ শব্দটি আপনার
জীবনের বড় একটি শত্রু হয়ে দাঁড়াতে পারে। এ
কারণে চাইলে আপনার জীবন
থেকে না শব্দটিকে বাদ দিয়ে দিন। কখনই
না বলবেন না। আপনি বলতে পারেন
এবং নিজেকে প্রকাশ করতে পারবেন এটাই
সত্যি কথা। এর বিপরীতে কোনো কথাই
হতে পারে না।
৩. চোখ হল ভালো কথোপকথনের জানালা স্বরুপ :
চোখ দিয়েই পৃথিবীর সমস্ত ভাষা বোঝা যায়
এবং বলা যায়। তবে আপনার এই লজ্জা ছাড়াতে চোখ
একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। আপনাকে এর
জন্য চোখের খেলা খেলতে হবে। আপনি সবকিছুই
দেখঝেন ঠিকই সাথে সাথে দৃষ্টি বিনিময়ও
করবেন। মনে রাখবেন আপনার সমস্ত
লজ্জা থাকে চোখের মাঝে। তাই
লজ্জা নিবারণে চোখের খেলা খেলুন।
আপনি চাইলে চোখ দিয়েই বুঝিয়ে দিতে পারেন
যে আপনি কোনোভাবেই লজ্জা পাচ্ছেন না।
আপনি কথা বলতে পারেন।
৪. একমাত্র আপনিই পারেন একটা মজাদার
আলোচনার বিষয় বের করতে :
নিজেকে গুটিয়ে না রেখে সব সময় ভাবুন
যে আপনি কি কি পারেন আর সবাই
কি কি পারে না। নিজেকে প্রকাশ করার
শক্তি ধারণ করুন। ভাবুন যে একমাত্র আপনিই আছেন
যে কি না মজাদার সব বিষয়
নিয়ে একটি আলোচনার সভা জমিয়ে রাখতে পারেন।
নিজেকে বিশ্বাস করুন যে আপনি পারবেন।
লজ্জা ঠিক আপনার সাথে পেরে উঠবে না।
আপনি লজ্জাকে জয় করতে পারবেন।
৫. প্রতিবন্ধকতা দূর করুন :
আপনার যত ধরনের ব্যক্তিগত
প্রতিবন্ধকতা রয়েছে আপনার উচিৎ সবগুলোকে দূর
করে ফেলা। আপনি নিজেকে যাচাই করে দেখুন
আপনার কি ধরনের সমস্যা রয়েছে। এই
সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে দূর করার
চেষ্টা করুন। যদি মনে করেন যে গুটি কয়েক
সমস্যার কারণে আপনি লজ্জাগুলোকে ঠিক
ভেঙ্গে বের হতে পারছেন না, তাহলে সেই
সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। দেখবেন
আপনি পারবেন লজ্জা কাটিয়ে সবার
সামনে নিজেকে প্রকাশ করতে।
যারা বাহিরে কোথাও কথা বলতে বেশ
লজ্জা করে থাকেন। নিজেকে কোনোভাবেই প্রকাশ
করতে পারেন না এরা। অফিসের
কোনো আলোচনা সভায় বা বন্ধুদের আড্ডার আসরেও
এরা ঠিকভাবে কথা বলতে পারেন না।
এরা অনেকটা অন্তর্মুখী ধরনের হয়ে থাকেন।
এক্ষেত্রে দেখা যায় যে তারা কিছু জানেন
না তা নয় কিন্তু নিজেদের গুণগুলোকে প্রকাশ
করতে এরা অনেক বেশি লজ্জা পেয়ে থাকেন।
নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই
সমস্যাটি হয়ে থাকে। আপনি যদি এমন ধরনের
একজন হয়ে থাকেন তাহলে আজই নিজেকে পরিবর্তন
করার চেষ্টা করুন। কেননা এই প্রতিযোগিতার
যুগে আপনি এভাবেই নিজেকে প্রকাশ
করতে লজ্জা পেয়ে থাকলে কোনোভাবেই নিজের
অবস্থানটিকে দৃঢ় করতে পারবেন না।
সফলতা আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে।
তাই কিছুটা হলেও নিজেকে প্রকাশ করার
চেষ্টা করুন।
১. কোনো কথা মুখে আনা মানে বলে ফেলা না,
কথাটিকে বলে ফেলুন :
ধরুন আপনি একটি আলোচনা সভায় বসে আছেন।
সেখানে এমন একটি বিষয়
নিয়ে আলোচনা হচ্ছে যা আপনার অনেক পছন্দের
একটি বিষয় এবং এটি সম্পর্কে আপনি যথেষ্ট
জানেন। কিন্তু খেয়াল করে দেখুন আপনি চাইছেন
আলোচনায় অংশগ্রহণ করতে, দুই তিনটি লাইন বলতে,
আপনি ভাবছেন বলবেন কিন্তু আপনি ঠিক
বলে উঠতে পারছেন না, আপনার বুক কাঁপছে,
ভাবছেন বলবেন কি বলবেন না এবং শেষ পর্যন্ত
দেখা গেল আপনি বলতে পারলেনই না।
আপনি নিজেকে প্রকাশ করতে লজ্জা পেলেন বলেই
আপনি বলতে পারলেন না। এই অপারগতার
কারণে আপনার সম্পর্কে কেউ জানলেনও
না যে আপনি বিষয়টি অনেক ভালো জানেন। এমন
ধরনের লজ্জা কাটিয়ে উঠতে আপনি এর জন্য
বাসাতেই কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন।
বেশি বেশি কথা বলার অভ্যাস করুন।
প্রয়োজনে বন্ধুদের আসরে বেশি কথা বলুন। বন্ধুদের
মাঝে ভুল বললেও তো তেমন কোনো সমস্যা নয়।
নিজের প্রতি কনফিডেন্স বাড়িয়ে তুলুন।
নিজেকে যোগ্য করে তুলুন। লজ্জার খোলস
থেকে নিজেকে মুক্ত করে আনুন।
২. কখনই না বলবেন না :
আপনি নিজের লজ্জাটিকে যদি সত্যিই
কাটিয়ে উঠতে চান তাহলে যে কোনো জায়গায়
আপনার যা বলতে ইচ্ছা করে তাই বলবেন,
না বলবেন না। মনে রাখবেন ‘না’ শব্দটি আপনার
জীবনের বড় একটি শত্রু হয়ে দাঁড়াতে পারে। এ
কারণে চাইলে আপনার জীবন
থেকে না শব্দটিকে বাদ দিয়ে দিন। কখনই
না বলবেন না। আপনি বলতে পারেন
এবং নিজেকে প্রকাশ করতে পারবেন এটাই
সত্যি কথা। এর বিপরীতে কোনো কথাই
হতে পারে না।
৩. চোখ হল ভালো কথোপকথনের জানালা স্বরুপ :
চোখ দিয়েই পৃথিবীর সমস্ত ভাষা বোঝা যায়
এবং বলা যায়। তবে আপনার এই লজ্জা ছাড়াতে চোখ
একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। আপনাকে এর
জন্য চোখের খেলা খেলতে হবে। আপনি সবকিছুই
দেখঝেন ঠিকই সাথে সাথে দৃষ্টি বিনিময়ও
করবেন। মনে রাখবেন আপনার সমস্ত
লজ্জা থাকে চোখের মাঝে। তাই
লজ্জা নিবারণে চোখের খেলা খেলুন।
আপনি চাইলে চোখ দিয়েই বুঝিয়ে দিতে পারেন
যে আপনি কোনোভাবেই লজ্জা পাচ্ছেন না।
আপনি কথা বলতে পারেন।
৪. একমাত্র আপনিই পারেন একটা মজাদার
আলোচনার বিষয় বের করতে :
নিজেকে গুটিয়ে না রেখে সব সময় ভাবুন
যে আপনি কি কি পারেন আর সবাই
কি কি পারে না। নিজেকে প্রকাশ করার
শক্তি ধারণ করুন। ভাবুন যে একমাত্র আপনিই আছেন
যে কি না মজাদার সব বিষয়
নিয়ে একটি আলোচনার সভা জমিয়ে রাখতে পারেন।
নিজেকে বিশ্বাস করুন যে আপনি পারবেন।
লজ্জা ঠিক আপনার সাথে পেরে উঠবে না।
আপনি লজ্জাকে জয় করতে পারবেন।
৫. প্রতিবন্ধকতা দূর করুন :
আপনার যত ধরনের ব্যক্তিগত
প্রতিবন্ধকতা রয়েছে আপনার উচিৎ সবগুলোকে দূর
করে ফেলা। আপনি নিজেকে যাচাই করে দেখুন
আপনার কি ধরনের সমস্যা রয়েছে। এই
সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে দূর করার
চেষ্টা করুন। যদি মনে করেন যে গুটি কয়েক
সমস্যার কারণে আপনি লজ্জাগুলোকে ঠিক
ভেঙ্গে বের হতে পারছেন না, তাহলে সেই
সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। দেখবেন
আপনি পারবেন লজ্জা কাটিয়ে সবার
সামনে নিজেকে প্রকাশ করতে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment