তা একটু হলেও কেটে গেলো এই বড় জয়ে।
ম্যাচে দুটি করে গোল করেছেন করিম বেনজেমা ও
ব্লেইজে মাতুদি। একটি করে গোল করেছেন চারজন।
রিবেরি না থাকায় ফ্রান্সের মূল
শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন করিম বেনজেমা,
মাতুদি ও গ্রেইজম্যান। ফ্রান্স কোচ দিদিয়ের দেশামের
আনন্দের বিষয় হলো এই তিনজনই জ্বলে উঠেছেন এই
ম্যাচে।
ইয়োহান ক্যাবে ও ওলিভার জিরাডও গোল পেয়েছেন এ
ম্যাচে। চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটা তাই ভালোই
কেটেছে ফ্রান্সের।
ম্যাচের শুরুতে একবারের জন্যও মনে হয়নি কতোটা ভয়ানক
পরিস্থিতি অপেক্ষা করছে জ্যামাইকার জন্য। শুরুর
দিকে তারা ফ্রান্সের সাথে টক্কর দিয়েই খেলছিলো।
কিন্তু প্রথম গোল হজম করার পর আর
ম্যাচে ফিরতে পারেনি তারা।
প্রথম গোলটিই যে জ্যামাইকার শক্তি চূর্ণ করে দিয়েছে,
তা বোঝা গেছে একটু পরেই। একের পর এক গোল শুধু হজম
করেই গেছে তারা। ফলে তাদের দৃঢ় শুরু
মিলিয়ে যেতে সময় লাগেনি।
ম্যাচে দুটি করে গোল করেছেন করিম বেনজেমা ও
ব্লেইজে মাতুদি। একটি করে গোল করেছেন চারজন।
রিবেরি না থাকায় ফ্রান্সের মূল
শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন করিম বেনজেমা,
মাতুদি ও গ্রেইজম্যান। ফ্রান্স কোচ দিদিয়ের দেশামের
আনন্দের বিষয় হলো এই তিনজনই জ্বলে উঠেছেন এই
ম্যাচে।
ইয়োহান ক্যাবে ও ওলিভার জিরাডও গোল পেয়েছেন এ
ম্যাচে। চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটা তাই ভালোই
কেটেছে ফ্রান্সের।
ম্যাচের শুরুতে একবারের জন্যও মনে হয়নি কতোটা ভয়ানক
পরিস্থিতি অপেক্ষা করছে জ্যামাইকার জন্য। শুরুর
দিকে তারা ফ্রান্সের সাথে টক্কর দিয়েই খেলছিলো।
কিন্তু প্রথম গোল হজম করার পর আর
ম্যাচে ফিরতে পারেনি তারা।
প্রথম গোলটিই যে জ্যামাইকার শক্তি চূর্ণ করে দিয়েছে,
তা বোঝা গেছে একটু পরেই। একের পর এক গোল শুধু হজম
করেই গেছে তারা। ফলে তাদের দৃঢ় শুরু
মিলিয়ে যেতে সময় লাগেনি।
posted from Bloggeroid
No comments:
Post a Comment