Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, August 26, 2014

অবশেষে সাজা কমলো সাকিবের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট
তারকা সাকিব আল হাসানের সাজা আংশিক মওকুফ
করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সাকিব জাতীয়
দলের পাশাপাশি ঘরোয়া লিগেও খেলতে পারবেন
তিনি। তবে বিদেশি লিগের ওপর
নিষেধাজ্ঞা বহাল থাকছে।
আসছে জিম্বাবুয়ে সিরিজের
বিপক্ষে খেলতে পারবেন সাকিব।
মঙ্গলবার দুপুর ২টায় মিরপুরের
বিসিবি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত
নেয়া হয়।
শৃঙ্খলা ভঙ্গের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরে গত ৭
জুলাই সাকিবকে ছয় মাসের জন্য সব ধরনের
ক্রিকেট থেকে বহিষ্কার করে বিসিবি।
সঙ্গে এটাও জানিয়ে দেয়া হয়, ২০১৫ সালের ৩১
ডিসেম্বর পর্যন্ত তাকে বিদেশে কোনো লিগ খেলার
জন্য অনাপত্তিপত্র দেয়া হবে না।
তবে শাস্তি চলাকালে সাকিব যেন অনুশীলন
চালিয়ে যেতে পারেন, সে উদ্যোগ নিয়েছিল
বিসিবি।
সব ধরনের ক্রিকেট থেকে এ বহিষ্কারাদেশের
শাস্তি পুনর্বিবেচনা করতে সাকিব আবেদন করেন
২০ জুলাই। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান
নির্বাহী বরাবর লেখা চিঠিতে সাকিব মূলত
খেলার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনারই অনুরোধ
জানান।
চিঠিতে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে চলার
প্রতিশ্রুতি দেন। কাউকে দুঃখ
দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের
শূন্যতা বেশি করে চোখে পড়ছে।
তা ছাড়া সাকিবকে সত্যিই অনুতপ্ত মনে হয়েছে,
নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন
বলে মনে করছে বিসিবির একটি অংশ। সাকিবের
অনুধাবন, ভুল স্বীকার; একই সঙ্গে দেশের
ক্রিকেটে তার প্রয়োজনীয়তা—সব
মিলিয়ে বিসিবি বিশ্বের অন্যতম
সেরা অলরাউন্ডারের শাস্তি কমানোর
ব্যাপারটি সদয়ভাবেই বিবেচনা করেছে।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম
উদ্দিন চৌধুরী বলেছিলেন, “সাকিব দেশের
গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি কয়েক দিন
আগে শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেছেন। গত
বোর্ড সভায় নেয়া সিদ্ধান্তের
পরিপ্রেক্ষিতে সভায় বিষয়টি উত্থাপন করা হবে।”

posted from Bloggeroid

No comments: