Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, November 27, 2014

যেভাবে খুব সহজেই নেটওয়ার্ক ছাড়াই ব্যবহার করতে পারবেন ইন্টারনেট !

প্রযুক্তি ডেস্ক : এবার সব সমস্যা সমাধান!
আগে টেস্ট করে দেখুন তারপর না হয়
বলবেন। তার আগে আপনাকে কিছু তথ্য
জানিয়ে দিচ্ছি। রণে, বনে, জলে জঙ্গলে এমন
কি লো কানেকটিভিট জায়গায় আপনি আছেন ,
কোনও ভাবেই আপনি ইন্টারেনেট ব্যবহার
করতে পারছেন না। কিন্তু অফিসিয়াল কাজে বস
কে এখনি জরুরী ইমেল করতে হবে। যদি এমন
বিপদে পড়েন তাহলে কী করবেন? অবশ্যই
স্মরণ করুন তবে আমাদেরকে না , বি-বাউন্ড (Be-
Bound) অ্যাপকে।
বি-বাউন্ড অ্যাপের নতুন বিষয়টি
হলো লো ব্যান্ডউইথ জায়াগায়ও আপনি এই
অ্যাপের মাধ্যমে খুব সহজে ইন্টারনেট ব্যবহার
করতে পারবেন। Wi-Fi, Edge, 3G নেটওয়ার্কের
কোনও দরকার নেই। এখনি আপনি আপনার
স্মার্টফোনে ডাউনলোড করে নিন বি-বাউন্ড।
অ্যাপ লোড করার পরেই ইমেল,
আবহাওয়া রিপোর্ট, নিউজ, স্টক সবকিছু আপনার
হাতের মুঠোয় চলে আসবে। এই অ্যাপটি ব্যবহার
করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর
সাথে সাথে ইন্টারনেটের সাশ্রয়ও হবে।

No comments: