Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, November 27, 2014

গোপনে ফেসবুকের মেসেজ পড়ার উপায়

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
ফেসবুকে আপনাকে পাঠানো মেসেজটি আপনি পড়েছেন
অথচ মেসেজ প্রেরক তা জানবে না, এমন
ব্যবস্থা ফেসবুক কর্তৃপক্ষ রাখেনি।
ফলে ফেসবুকে আপনাকে পাঠানো মেসেজটি আপনি পড়েছেন
কী না, তা মেসেজদাতা জেনে যায়।
ফেসবুকের এ সুবিধাটি অনেকেরই পছন্দ নয়।
কেননা ফেসবুকে পাঠানো মেসেজটি আপনি পড়লে,
তা প্রেরকের কাছে ‘সিন’ বা ‘রিড’ হিসেবে মার্ক
হয়ে থাকে। আর এতে প্রেরক সহজেই
বুঝতে পারে যে আপনি তার
পাঠানো মেসেজটি পড়েছেন।
এমনকি মেসেজটি কোন সময়ে পড়ছেন,
সেটাও দেখানো হয়।
তবে চাইলে ফেসবুকের এ
পদ্ধতিটিকে সহজেই বাদ দিতে পারেন। মানে,
কোনো মেসেজ আপনি পড়ার পরও প্রেরক
আর জানবে না যে, আপনি তার
মেসেজটি পড়েছেন! গোপনেই
আপনি মেসেজটি পড়ে ফেলতে পারবেন।
আর এজন্য ডেস্কটপ বা ল্যাপটপ
কম্পিউটারে একটি এক্সটেনশন বা অ্যাডঅনস
ব্যবহার করলেই চলবে। আপনি মেসেজ
পড়েছেন নাকি পড়েননি, তা ম্যানুয়ালি মার্ক
করে দিতে পারবেন।
মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ফেসবুকে আনসিন
মেসেজ সুবিধাটি পেতে ব্রাউজারে অ্যাডঅনস
যোগ করুন
https://addons.mozilla.org/en-US/firefox/addon/
unseen-on-facebook ঠিকানা থেকে।
আর গুগল ক্রোম
ব্যবহারকারী ফেসবুকে আনসিন মেসেজ
সুবিধাটি পেতে ব্রাউজারে এক্সটেনশন যোগ
করুন
https://chrome.google.com/webstore/detail/
facebook-unseen/
iicapmagmhahddefgokbabbgieiogjop?hl=en
ঠিকানা থেকে।
এছাড়া ফেসবুকের একটি অ্যাপও রয়েছে।
পাওয়া যাবে https://apps.facebook.com/unseen-
app ঠিকানায়।
তথ্যসূত্র : দ্য ইন্টারনেট পেট্রোল ডটকম

No comments: