বিনোদন ডেস্ক : সিনেমার খবর যারা টুকটাক
জানেন, তাদের কাছে খবর আছে রেসির
সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ঢালিউডের
ডেঞ্জারম্যান ডিপজল। শুধু তাই নয়, এ দুজন
গোপনে সংসারও করেছেন বেশকিছু দিন।
সেসব অবশ্য এখন অতীত। কিন্তু নতুন
করে আবার যখন শোনা গেল ‘মাহীর
প্রেমে পড়েছেন ডিপজল’- তখন কি বলবেন
দর্শক।
হ্যা, সত্যি বলছি, সত্যিই ঢালিউড সুন্দরী মাহিয়া মাহীর
প্রেমে পড়েছেন ডিপজল। কিন্তু যারা সহজে এ
কথা বিশ্বাস করবেন না তাদের ভেঙে বলি বিষয়টা।
এ প্রেম নিয়ে আরেক নায়ক বাপ্পি চৌধুরীর
সঙ্গে ডিপজলের দ্বন্দও দেখা দিয়েছে। আর
মাহীকে না পেয়েই এখন নিঃসঙ্গ জীবন যাপন
করছেন ডিপজল। তার একাকিত্বের সঙ্গী এখন
শুধুই মদ। রাতদিন মদ
খেয়ে পথে পথে মাতলামি করছেন তিনি।
ভাবছেন এ সবই বুঝি ডিপজলের জীবনের সত্য
ঘটনা। না, এ আসলে জাকির হোসেন রাজু পরিচালিত
‘অনেক দামে কেনা’ সিনেমার গল্প। ডিপজল-
মাহী ও বাপ্পির ত্রিমুখী প্রেম
নিয়ে সিনেমাটি নির্মান হচ্ছে।
বর্তমানে সিনেমাটির শ্যুটিং চলছে।এই সিনেমার
মাধ্যমে দর্শক অনেক দিন
পরে ডিপজলকে পাবে। জানা গেছে ‘অনেক
দামে কেনা’ সিনেমার শুটিং শেষের দিকে।
আগামী বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি দেয়ার
পরিকল্পনা রয়েছে।
জানেন, তাদের কাছে খবর আছে রেসির
সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ঢালিউডের
ডেঞ্জারম্যান ডিপজল। শুধু তাই নয়, এ দুজন
গোপনে সংসারও করেছেন বেশকিছু দিন।
সেসব অবশ্য এখন অতীত। কিন্তু নতুন
করে আবার যখন শোনা গেল ‘মাহীর
প্রেমে পড়েছেন ডিপজল’- তখন কি বলবেন
দর্শক।
হ্যা, সত্যি বলছি, সত্যিই ঢালিউড সুন্দরী মাহিয়া মাহীর
প্রেমে পড়েছেন ডিপজল। কিন্তু যারা সহজে এ
কথা বিশ্বাস করবেন না তাদের ভেঙে বলি বিষয়টা।
এ প্রেম নিয়ে আরেক নায়ক বাপ্পি চৌধুরীর
সঙ্গে ডিপজলের দ্বন্দও দেখা দিয়েছে। আর
মাহীকে না পেয়েই এখন নিঃসঙ্গ জীবন যাপন
করছেন ডিপজল। তার একাকিত্বের সঙ্গী এখন
শুধুই মদ। রাতদিন মদ
খেয়ে পথে পথে মাতলামি করছেন তিনি।
ভাবছেন এ সবই বুঝি ডিপজলের জীবনের সত্য
ঘটনা। না, এ আসলে জাকির হোসেন রাজু পরিচালিত
‘অনেক দামে কেনা’ সিনেমার গল্প। ডিপজল-
মাহী ও বাপ্পির ত্রিমুখী প্রেম
নিয়ে সিনেমাটি নির্মান হচ্ছে।
বর্তমানে সিনেমাটির শ্যুটিং চলছে।এই সিনেমার
মাধ্যমে দর্শক অনেক দিন
পরে ডিপজলকে পাবে। জানা গেছে ‘অনেক
দামে কেনা’ সিনেমার শুটিং শেষের দিকে।
আগামী বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি দেয়ার
পরিকল্পনা রয়েছে।
No comments:
Post a Comment