Headlines



gazitv2

w41j

gazitv

Friday, November 28, 2014

আইপিএল থেকে বাদ পরছে চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার
লিগে (আইপিএল) দুর্নীতির অভিযোগে এবার
বাতিল হতে চলেছে টুর্নামেন্টের অন্যতম দল
চেন্নাই সুপার কিংস। স্বয়ং সুপ্রিমকোর্ট বাতিলের
এই প্রস্তাব দিয়েছেন। খবর, টাইমস অফ ইন্ডিয়ার।
বৃহস্পতিবার আইপিএলে স্পট ফিক্সিংয়ের
তদন্তে গঠিত মুদগল কমিটির রিপোর্ট
দেখে সুপ্রিমকোর্ট এ প্রস্তাব করেছেন।
কোর্ট জানায়, এ বিষয়ে অধিকতর তদন্তের দরকার
নেই। তাই এখন আইপিএল থেকে চেন্নাই সুপার
কিংসকে বাদ দেওয়া যেতে পারে। কারণ, স্পট
ফিক্সিংয়ে জড়িত এমন ব্যক্তিদের তালিকায়
রয়েছে চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক
গুরুনাথ মায়াপ্পবনের।
এদিন শুনানিতে ভারতীয় ক্রিকেট বোর্ড
(বিসিসিআই) প্রাক্তন প্রেসিডেন্ট এন
শ্রীনিবাসনের জামাতা মায়াপ্পনের তীব্র
সমালোচনা করে সুপ্রিমকোর্ট।

No comments: