ডেস্ক :
তৃতীয় ও শেষ পর্যায়ের হালনাগাদ
কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে শুরু
হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও
চট্টগ্রাম মহানগরীসহ সারা দেশের ১২০
উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ
কার্যক্রম শুরু হচ্ছে আজ ।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন
কেন্দ্রগুলোতে ছবি তোলা ও নিবন্ধন
কার্যক্রম চলবে। একই সময়ে ভোটার
এলাকা স্থানান্তর ও মৃত ভোটারের নাম
কাটার কাজ চলবে বলে রোববার প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ
কমিশন সচিবালয়ে এ তথ্য জানান।
ইসি জানায়, যাদের বয়স আগামী ১ জানুয়ারি ১৮
বছর বা তার বেশি অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭
সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের এবার
ভোটার করা হচ্ছে। ঢাকা মহানগরীতে ভোটার
তালিকা হালনাগাদের ২ হাজার ৬৫৫ জন তথ্য
সংগ্রহকারী ও ৫৪০ জন সুপারভাইজার নিয়োগ
করা হয়েছে। এসব তথ্য সংগ্রহকারী ও
সুপারভাইজারের নিয়োগপত্র ও পরিচয়পত্র
দেয়া হয়েছে। ফলে ভোটার হালনাগাদ নিয়ে কেউ
প্রতারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন
কমিশন (ইসি) ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
(এনআইডিডব্লিউ)।
সিইসি জানান, সারা দেশে তিন ধাপে গত ১৫
মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে ৩৫০
উপজেলায় ভোটার বেড়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭
জন। যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ।
তিনি জানান, তথ্য সংগ্রকারীরা ভোটারদের
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহ
থেকে বাদ পড়লে পরবর্তী সময়ে নির্দিষ্ট নিবন্ধন
কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবে। ভোটার
হওয়া একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন
তিনি। এ সময় সিইসি হুশিয়ারি উচ্চারণ
করে বলেন, কারও দ্বৈত ভোটার হওয়ার প্রয়োজন
নেই। এ অপরাধ করলে কঠোর শাস্তির বিধান
রয়েছে। কেউ নির্দিষ্ট ফরমে আবেদন করলে তথ্য
সংশোধন করে দেয়া হবে।
নারী ভোটারের হার কম হওয়ায় ইসি উদ্বিগ্ন
মন্তব্য করে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন,
বিভিন্ন এলাকায় নারী ভোটার বৃদ্ধির হার কম
হওয়ায় আমরা উদ্বিগ্ন। আদমশুমারিতে নারী-
পুরুষের যে অনুপাত, সেটির সঙ্গে ভোটার তালিকায়
নারীর সংখ্যা মিলছে না। এ বিষয়ে মহিলা ও
শিশুবিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন
বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) সঙ্গে কমিশন
পরামর্শ করেছে। এ বৈষম্যের কোনো বৈজ্ঞানিক
কারণ পাওয়া যায়নি। নারী ভোটারদের উদ্বুদ্ধ
করতে প্রচার শুরু হয়েছে।
নিবন্ধন কার্যক্রম :
ইসি সূত্র জানায়, গত ১৫ মে শুরু হওয়া হালনাগাদ
কার্যক্রমে প্রথম পর্যায়ে ১৮১টি ও দ্বিতীয়
পর্যায়ে ২১৩টি উপজেলা/থানায় নতুন ভোটার
নিবন্ধন কার্যক্রম চালানো হয়। এ পর্যন্ত ৪১ লাখ
৬ হাজার ৩৩৬ জন ভোটারের তথ্য সংগ্রহ
করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৪৭ ভাগ।
নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন
ভোটারের। এর মধ্যে পুরুষ ১৭ লাখ ৫৯ হাজার ৯৩৩
ও মহিলা ১৩ লাখ ২২ হাজার ৩৫৪ জন।
মারা যাওয়া ভোটারের নাম কাটার আবেদন
পাওয়া গেছে ৪ লাখ ৬ হাজার ২০৩ জন এবং ভোটার
স্থানান্তরের আবেদন করেছেন ২ লাখ ৩৮ হাজার
২৭৪ জন। নির্বাচন কমিশন ৫ শতাংশ বৃদ্ধির হার
হিসাবে মোট ৪৬ লাখ নতুন ভোটার নিবন্ধনের
লক্ষ্যমাত্রা ধরে এগোচ্ছে। চলমান হালনাগাদ
কার্যক্রম শেষ করার
পরিকল্পনা করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
আগামী জানুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত করার
কথা রয়েছে। ভোটার
হালনাগাদে যাতে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত
হতে না পারে সেজন্য বিশেষ কমিটি গঠন
করা হয়েছে। রোহিঙ্গাপ্রবণ এলাকাগুলোর জন্য
বিশেষ ফরম ব্যবহার করা হচ্ছে।
যেসব এলাকায় হালনাগাদ শুরু
আজ :
দেশের ১২০ উপজেলা/থানায় আজ থেকে ভোটার
তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে।
এগুলো হল : ঢাকার লালবাগ, সবুজবাগ, মতিঝিল,
কোতোয়ালি, গুলশান, মোহাম্মদপুর, উত্তরা, রমনা,
ধানমণ্ডি, ডেমরা, সূত্রাপুর, মিরপুর, পল্লবী,
ক্যান্টনমেন্ট ও তেজগাঁও; গাজীপুর জেলার সদর
উপজেলা ও টঙ্গী; টাঙ্গাইল জেলার ঘাটাইল,
ধনবাড়ী, মধুপুর ও বাসাইল উপজেলা; জামালপুর সদর
উপজেলা; শেরপুরের নকলা; ময়মনসিংহের
মুক্তাগাছা, হালুয়াঘাট, ফুলপুর ও সদর উপজেলা;
নেত্রকোনার কেন্দুয়া, মদন ও সদর উপজেলা;
কিশোরগঞ্জের সদর উপজেলা, করিমগঞ্জ, তাড়াইল ও
ভৈরব; সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ,
ধর্মপাশা ও শাল্লা; সিলেটের বিয়ানীবাজার,
সিলেট সদর ও বিশ্বনাথ; মৌলভীবাজার সদও;
হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং;
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, নবীনগর ও কসবা;
কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার, বরুড়া, আদর্শ সদর
ও সদর দক্ষিণ এবং নোয়াখালীর হাতিয়া, চাটখিল
ও সেনবাগ; চট্টগ্রাম জেলার আনোয়ারা, ডবলমুরিং,
বাঁশখালী, চাঁদগাঁও, পাহাড়তলী, পাঁচশাইল, বন্দর
ও কোতোয়ালি; কক্সবাজারের সদর উপজেলা ও রামু;
রাঙ্গামাটির সদর উপজেলা ও জুরাছড়ি;
উত্তরবঙ্গের দিনাজপুরের কাহারোল, বীরগঞ্জ,
খানসামা ও বিরল; রংপুর সদর ও পীরগাছা;
কুড়িগ্রামের ভুরুংগামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী;
গাইবান্ধা সদর উপজেলা; রাজশাহী অঞ্চলের
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও
শেরপুর; নওগাঁর সদর উপজেলা, মহাদেবপুর ও
নিয়ামতপুর; রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া ও
বাঘা; নাটোর সদও; সিরাজগঞ্জের শাহজাদপুর,
উল্লাপাড়া ও কামারখন্দ; পাবনার ভাংগুরা,
ফরিদপুর ও চাটমোহর; খুলনা অঞ্চলের কুষ্টিয়া সদর,
যশোর সদর ও মনিরামপুর; বাগেরহাটের
মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট; খুলনার
বাটিয়াঘাটা, ডুমুরিয়া, দাকোপ ও দীঘলিয়া;
সাতক্ষীরা সদর উপজেলা; বরিশাল অঞ্চলের
বরিশাল সদর, উজিরপুর ও মেহেন্দীগঞ্জ;
ভোলা সদও; পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী;
ফরিদপুরের সদর, বোয়ালমারী ও
আলফাডাঙ্গা এবং মাদারীপুর সদর।
তৃতীয় ও শেষ পর্যায়ের হালনাগাদ
কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে শুরু
হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও
চট্টগ্রাম মহানগরীসহ সারা দেশের ১২০
উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ
কার্যক্রম শুরু হচ্ছে আজ ।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন
কেন্দ্রগুলোতে ছবি তোলা ও নিবন্ধন
কার্যক্রম চলবে। একই সময়ে ভোটার
এলাকা স্থানান্তর ও মৃত ভোটারের নাম
কাটার কাজ চলবে বলে রোববার প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ
কমিশন সচিবালয়ে এ তথ্য জানান।
ইসি জানায়, যাদের বয়স আগামী ১ জানুয়ারি ১৮
বছর বা তার বেশি অর্থাৎ যাদের জন্ম ১৯৯৭
সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের এবার
ভোটার করা হচ্ছে। ঢাকা মহানগরীতে ভোটার
তালিকা হালনাগাদের ২ হাজার ৬৫৫ জন তথ্য
সংগ্রহকারী ও ৫৪০ জন সুপারভাইজার নিয়োগ
করা হয়েছে। এসব তথ্য সংগ্রহকারী ও
সুপারভাইজারের নিয়োগপত্র ও পরিচয়পত্র
দেয়া হয়েছে। ফলে ভোটার হালনাগাদ নিয়ে কেউ
প্রতারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন
কমিশন (ইসি) ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
(এনআইডিডব্লিউ)।
সিইসি জানান, সারা দেশে তিন ধাপে গত ১৫
মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হালনাগাদে ৩৫০
উপজেলায় ভোটার বেড়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭
জন। যা লক্ষ্যমাত্রার ৩ দশমিক ৮১ শতাংশ।
তিনি জানান, তথ্য সংগ্রকারীরা ভোটারদের
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহ
থেকে বাদ পড়লে পরবর্তী সময়ে নির্দিষ্ট নিবন্ধন
কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবে। ভোটার
হওয়া একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন
তিনি। এ সময় সিইসি হুশিয়ারি উচ্চারণ
করে বলেন, কারও দ্বৈত ভোটার হওয়ার প্রয়োজন
নেই। এ অপরাধ করলে কঠোর শাস্তির বিধান
রয়েছে। কেউ নির্দিষ্ট ফরমে আবেদন করলে তথ্য
সংশোধন করে দেয়া হবে।
নারী ভোটারের হার কম হওয়ায় ইসি উদ্বিগ্ন
মন্তব্য করে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন,
বিভিন্ন এলাকায় নারী ভোটার বৃদ্ধির হার কম
হওয়ায় আমরা উদ্বিগ্ন। আদমশুমারিতে নারী-
পুরুষের যে অনুপাত, সেটির সঙ্গে ভোটার তালিকায়
নারীর সংখ্যা মিলছে না। এ বিষয়ে মহিলা ও
শিশুবিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন
বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) সঙ্গে কমিশন
পরামর্শ করেছে। এ বৈষম্যের কোনো বৈজ্ঞানিক
কারণ পাওয়া যায়নি। নারী ভোটারদের উদ্বুদ্ধ
করতে প্রচার শুরু হয়েছে।
নিবন্ধন কার্যক্রম :
ইসি সূত্র জানায়, গত ১৫ মে শুরু হওয়া হালনাগাদ
কার্যক্রমে প্রথম পর্যায়ে ১৮১টি ও দ্বিতীয়
পর্যায়ে ২১৩টি উপজেলা/থানায় নতুন ভোটার
নিবন্ধন কার্যক্রম চালানো হয়। এ পর্যন্ত ৪১ লাখ
৬ হাজার ৩৩৬ জন ভোটারের তথ্য সংগ্রহ
করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৪ দশমিক ৪৭ ভাগ।
নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩০ লাখ ৮২ হাজার ২৮৭ জন
ভোটারের। এর মধ্যে পুরুষ ১৭ লাখ ৫৯ হাজার ৯৩৩
ও মহিলা ১৩ লাখ ২২ হাজার ৩৫৪ জন।
মারা যাওয়া ভোটারের নাম কাটার আবেদন
পাওয়া গেছে ৪ লাখ ৬ হাজার ২০৩ জন এবং ভোটার
স্থানান্তরের আবেদন করেছেন ২ লাখ ৩৮ হাজার
২৭৪ জন। নির্বাচন কমিশন ৫ শতাংশ বৃদ্ধির হার
হিসাবে মোট ৪৬ লাখ নতুন ভোটার নিবন্ধনের
লক্ষ্যমাত্রা ধরে এগোচ্ছে। চলমান হালনাগাদ
কার্যক্রম শেষ করার
পরিকল্পনা করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
আগামী জানুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত করার
কথা রয়েছে। ভোটার
হালনাগাদে যাতে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত
হতে না পারে সেজন্য বিশেষ কমিটি গঠন
করা হয়েছে। রোহিঙ্গাপ্রবণ এলাকাগুলোর জন্য
বিশেষ ফরম ব্যবহার করা হচ্ছে।
যেসব এলাকায় হালনাগাদ শুরু
আজ :
দেশের ১২০ উপজেলা/থানায় আজ থেকে ভোটার
তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে।
এগুলো হল : ঢাকার লালবাগ, সবুজবাগ, মতিঝিল,
কোতোয়ালি, গুলশান, মোহাম্মদপুর, উত্তরা, রমনা,
ধানমণ্ডি, ডেমরা, সূত্রাপুর, মিরপুর, পল্লবী,
ক্যান্টনমেন্ট ও তেজগাঁও; গাজীপুর জেলার সদর
উপজেলা ও টঙ্গী; টাঙ্গাইল জেলার ঘাটাইল,
ধনবাড়ী, মধুপুর ও বাসাইল উপজেলা; জামালপুর সদর
উপজেলা; শেরপুরের নকলা; ময়মনসিংহের
মুক্তাগাছা, হালুয়াঘাট, ফুলপুর ও সদর উপজেলা;
নেত্রকোনার কেন্দুয়া, মদন ও সদর উপজেলা;
কিশোরগঞ্জের সদর উপজেলা, করিমগঞ্জ, তাড়াইল ও
ভৈরব; সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ,
ধর্মপাশা ও শাল্লা; সিলেটের বিয়ানীবাজার,
সিলেট সদর ও বিশ্বনাথ; মৌলভীবাজার সদও;
হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং;
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, নবীনগর ও কসবা;
কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার, বরুড়া, আদর্শ সদর
ও সদর দক্ষিণ এবং নোয়াখালীর হাতিয়া, চাটখিল
ও সেনবাগ; চট্টগ্রাম জেলার আনোয়ারা, ডবলমুরিং,
বাঁশখালী, চাঁদগাঁও, পাহাড়তলী, পাঁচশাইল, বন্দর
ও কোতোয়ালি; কক্সবাজারের সদর উপজেলা ও রামু;
রাঙ্গামাটির সদর উপজেলা ও জুরাছড়ি;
উত্তরবঙ্গের দিনাজপুরের কাহারোল, বীরগঞ্জ,
খানসামা ও বিরল; রংপুর সদর ও পীরগাছা;
কুড়িগ্রামের ভুরুংগামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী;
গাইবান্ধা সদর উপজেলা; রাজশাহী অঞ্চলের
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও
শেরপুর; নওগাঁর সদর উপজেলা, মহাদেবপুর ও
নিয়ামতপুর; রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া ও
বাঘা; নাটোর সদও; সিরাজগঞ্জের শাহজাদপুর,
উল্লাপাড়া ও কামারখন্দ; পাবনার ভাংগুরা,
ফরিদপুর ও চাটমোহর; খুলনা অঞ্চলের কুষ্টিয়া সদর,
যশোর সদর ও মনিরামপুর; বাগেরহাটের
মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট; খুলনার
বাটিয়াঘাটা, ডুমুরিয়া, দাকোপ ও দীঘলিয়া;
সাতক্ষীরা সদর উপজেলা; বরিশাল অঞ্চলের
বরিশাল সদর, উজিরপুর ও মেহেন্দীগঞ্জ;
ভোলা সদও; পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী;
ফরিদপুরের সদর, বোয়ালমারী ও
আলফাডাঙ্গা এবং মাদারীপুর সদর।
posted from Bloggeroid
No comments:
Post a Comment