দেশের
বাজারে সবচেয়ে কম
দামে স্মার্টফোন
এনেছিলো দেশীয়
ব্র্যান্ড
সিম্ফনি।
এবার
তারা কম
দামে আনলো ট্যাবও।
মাত্র
৬২৫০
টাকায়
পাওয়া যাচ্ছে সিম্ফনির
সাত
ইঞ্চি পর্দার ট্যাব।
ট্যাবটির অপারেটিং সিস্টেম
হিসেবে বেছে নেয়া হয়েছে সাম্প্রতিককালের জনপ্রিয়তম
অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটকাট।
থ্রিজি সুবিধা সম্বলিত ট্যাবটির মডেল 'এক্সপ্লোরার টি-
সেভেন'। ট্যাবটির প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্টজ
গতির ডুয়াল কোর। ফলে এই ট্যাবে দ্রুত
গতিতে ব্রাউজিং করার দারুণ মজা পাবেন আপনি। এ
ছাড়া পাবেন গেমিংয়ে দুর্দান্ত স্বাদও।
ট্যাবটিতে রয়েছে ৫১২ মেগাবাইট ক্ষমতার র্যাম। রম
বা অভ্যন্তরীণ মেমোরি ৪ গিগাবাইট।
ওয়াইফাই এবং ডুয়াল সিম ব্যবহারের সুবিধাও
গ্রাহককে দিবে দারুণ অভিজ্ঞতা। আপনি চাইলেই
ট্যাবটি কিনতে পারবেন।
বর্তমানে এটি বাজারে পাওয়া যাচ্ছে বলেই
জানা গেছে সিম্ফনি সূত্রে।
বাজারে সবচেয়ে কম
দামে স্মার্টফোন
এনেছিলো দেশীয়
ব্র্যান্ড
সিম্ফনি।
এবার
তারা কম
দামে আনলো ট্যাবও।
মাত্র
৬২৫০
টাকায়
পাওয়া যাচ্ছে সিম্ফনির
সাত
ইঞ্চি পর্দার ট্যাব।
ট্যাবটির অপারেটিং সিস্টেম
হিসেবে বেছে নেয়া হয়েছে সাম্প্রতিককালের জনপ্রিয়তম
অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটকাট।
থ্রিজি সুবিধা সম্বলিত ট্যাবটির মডেল 'এক্সপ্লোরার টি-
সেভেন'। ট্যাবটির প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্টজ
গতির ডুয়াল কোর। ফলে এই ট্যাবে দ্রুত
গতিতে ব্রাউজিং করার দারুণ মজা পাবেন আপনি। এ
ছাড়া পাবেন গেমিংয়ে দুর্দান্ত স্বাদও।
ট্যাবটিতে রয়েছে ৫১২ মেগাবাইট ক্ষমতার র্যাম। রম
বা অভ্যন্তরীণ মেমোরি ৪ গিগাবাইট।
ওয়াইফাই এবং ডুয়াল সিম ব্যবহারের সুবিধাও
গ্রাহককে দিবে দারুণ অভিজ্ঞতা। আপনি চাইলেই
ট্যাবটি কিনতে পারবেন।
বর্তমানে এটি বাজারে পাওয়া যাচ্ছে বলেই
জানা গেছে সিম্ফনি সূত্রে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment