স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের ক্রিকেটে অন্যতম পৌরুষ । ক্রিকেট অঙ্গনের
নতুন স্বপ্নপুরুষসুদর্শন,লম্বা-চওড়া সুঠাম দেহের অধিকারী,
২২ গজে আগুন ঝরানো তাসকিন অনেক বিশেষণ তার ।
লাখো দর্শকের পছন্দের খেলোয়ার তাসকিনের ফেসবুক
ফ্যান পেজ গতরাতে অফিসিয়ালি ভেরিফাইড হলো ।
জাতীয় দলে আসার আগেই ঘরোয়া লীগের
নজরকাড়া পারফরমেন্স দিয়ে আলোচিত ছিলেন তরুণ পেসার
তাসকিন আহমেদ। তখন তার এক ভক্ত ইমরান
মির্জা ভালোবাসা থেকেই পেজটি খোলেন। এরপর তাসকিন ও
পেজের সাথে সম্পৃক্ত হন।
ভক্তমহলে দারুন জনপ্রিয় হবার কারনে খুবে অল্প সময়েই
ছোট পেজটি বড় হতে থাকে। বর্তমানে পেজের লাইক
১৮১৪৩৩। পেজ স্বীকৃতি পাওয়ায় প্রতিক্রিয়ায় তাসকিন
বলেন, ” আসলেই অনেক খুশি আমি, কারণ এখন
থেকে আমার ফ্যানরা আসল পেজটা সহজেই চিনতে পারবে,
সবাই দোআ করবেন আমার জন্য ”
পেজের এডমিন ইমরান মির্জা তার প্রতিক্রিয়ায় বলেন, ”
আরো আগেই তাসকিনের পেজ স্বীকৃতি পাবার কথা ছিলো।
সার্ভারজনিত সমস্যার কারনে সেটা হয়নি। তবে পেজ
স্বীকৃতি পাওয়ায় এখন ভালো লাগছে। আশাকরি বাংলাদেশের
অন্যান্য খেলোয়াড়দের পেজ ও দ্রুত স্বীকৃতি পাবে “।
ভক্তদের ভালোবাসা আর মাঠের দুর্দান্ত পারফরমেন্স
দিয়ে তাসকিন এগিয়ে যাবে এটাই এখন তার ভক্তদের
প্রত্যাশা।
বাংলাদেশের ক্রিকেটে অন্যতম পৌরুষ । ক্রিকেট অঙ্গনের
নতুন স্বপ্নপুরুষসুদর্শন,লম্বা-চওড়া সুঠাম দেহের অধিকারী,
২২ গজে আগুন ঝরানো তাসকিন অনেক বিশেষণ তার ।
লাখো দর্শকের পছন্দের খেলোয়ার তাসকিনের ফেসবুক
ফ্যান পেজ গতরাতে অফিসিয়ালি ভেরিফাইড হলো ।
জাতীয় দলে আসার আগেই ঘরোয়া লীগের
নজরকাড়া পারফরমেন্স দিয়ে আলোচিত ছিলেন তরুণ পেসার
তাসকিন আহমেদ। তখন তার এক ভক্ত ইমরান
মির্জা ভালোবাসা থেকেই পেজটি খোলেন। এরপর তাসকিন ও
পেজের সাথে সম্পৃক্ত হন।
ভক্তমহলে দারুন জনপ্রিয় হবার কারনে খুবে অল্প সময়েই
ছোট পেজটি বড় হতে থাকে। বর্তমানে পেজের লাইক
১৮১৪৩৩। পেজ স্বীকৃতি পাওয়ায় প্রতিক্রিয়ায় তাসকিন
বলেন, ” আসলেই অনেক খুশি আমি, কারণ এখন
থেকে আমার ফ্যানরা আসল পেজটা সহজেই চিনতে পারবে,
সবাই দোআ করবেন আমার জন্য ”
পেজের এডমিন ইমরান মির্জা তার প্রতিক্রিয়ায় বলেন, ”
আরো আগেই তাসকিনের পেজ স্বীকৃতি পাবার কথা ছিলো।
সার্ভারজনিত সমস্যার কারনে সেটা হয়নি। তবে পেজ
স্বীকৃতি পাওয়ায় এখন ভালো লাগছে। আশাকরি বাংলাদেশের
অন্যান্য খেলোয়াড়দের পেজ ও দ্রুত স্বীকৃতি পাবে “।
ভক্তদের ভালোবাসা আর মাঠের দুর্দান্ত পারফরমেন্স
দিয়ে তাসকিন এগিয়ে যাবে এটাই এখন তার ভক্তদের
প্রত্যাশা।
posted from Bloggeroid
No comments:
Post a Comment