Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, September 9, 2014

কিশোরী, যুবতী এবং বৃদ্ধা তিন রুপে অপর্ণা !

বিনোদন ডেস্ক : সুতপা চরিত্রে অভিনয়ের জন্য
অপর্ণা কোন টিভি নাটক কিংবা অন্য কোন কাজ আপাতত
করছেন না। চরিত্রের ভিতরে ঢুকতেই অভিনয়
থেকে দূরে আছেন তিনি। আসছে ২২ সেপ্টেম্বর
থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হচ্ছে ছবিটির। শুটিংয়ের আগ
পর্যন্ত সুতপায় মগ্ন হয়ে থাকতে চান অপর্ণা।
প্রসুন রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’
এতে অভিনয় করছেন অপর্ণা। সরকারি অনুদানের এ ছবির মূল
নায়িকা সুতপা। সুতপা চরিত্রে অভিনয়
করতে দেখা যাবে অপর্ণাকে।
নতুন এই ছবিতে কিশোরী, যুবতী এবং বৃদ্ধা এই
তিনটি বয়সের তিনটি চরিত্রে দেখা যাবে অপর্ণাকে।
ছবিতে সুতপার স্বামী চরিত্রে অভিনয় করবেন শাহাদাৎ
হোসেন। আরও অভিনয়ে থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়,
মাহমুদুল ইসলাম মিঠু, সায়কা আহমেদ প্রমুখ।
‘সুতপার ঠিকানা’ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন
কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী দুটি,
চন্দনা মজুমদার একটি এবং একটি ডুয়েট গানে কণ্ঠ দিবেন
কনা ও কিশোর। গানগুলোর কথা লিখেছেন নির্মাতা নিজেই।
এ উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর বিএডিসিতে এক সংবাদ
সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান নির্মাতা।

posted from Bloggeroid

No comments: