বাংলা চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় নায়িকা তিনি।
অল্পসময়েই বাহ্যিক সৌন্দর্য আর অভিনয়
দক্ষতা দিয়ে কুড়িয়েছেন সুনাম। পর্দায় যার একঝলক
উপস্থিতি আপনাকে বিমোহিত করে। যাকে নিয়ে স্বপ্নের
ভুবনে হারিয়ে যান আপনি। সেই রূপসী,
আবেদনময়ী অভিনেত্রীকে এমন
রূপে দেখে পিলে চমকে যাবার উপক্রম। তবে প্রচ্ছদের
ছবিটি দেখেই ভাববেন না যে এই যাত্রায় বেঁচে গেছেন
আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় মাহিয়া মাহির
অদ্ভুত বিদঘুটে কিছু ছবি।
সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক ফ্যান পেজে এই
ছবিগুলো আপলোড করে ভক্তদের চমকে দেন। আর ছবির
ক্যাপশনে লিখেন, “এক্সিউজ মি”।
তবে ছবিগুলো দেখে বঝাই
যাচ্ছে চরিত্রকে ফুটিয়ে তুলতে নিজের সুন্দর
চেহারাকে আড়াল করতেও দ্বিধা করেন না তিনি। তবে চলুন
দেখে আসি মাহিয়া মাহির শুটিংয়ের ফাঁকে তোলা সেই অদ্ভুদ
বিদঘুটে ছবিগুলো।
দেখুন মাহির মজার একটি পোজ।
দেখুন না মাহিই কি কম ছিলেন সাথে আবার যোগ দিলেন
আরও দুজন।
কাছ থেকে দেখুন আপনার প্রিয় অভিনেত্রীকে। এখন
বোঝা যাচ্ছে, সে যে আর কেউ নন মাহিয়া মাহি।
দেখুন এমন লুকে মাহিয়া মাহির নাচ।
ছবিগুলো দেখে আমরা বলতেই পারি দারুণ স্বতঃস্ফূর্ত
মাহিয়া মাহি। কেননা সিনেমার প্রয়োজনে এমন সাজ
সাজলেও একেবারে ফেসবুক ফ্যান পেজে আপলোড করা তাই
প্রমাণ করে।
অল্পসময়েই বাহ্যিক সৌন্দর্য আর অভিনয়
দক্ষতা দিয়ে কুড়িয়েছেন সুনাম। পর্দায় যার একঝলক
উপস্থিতি আপনাকে বিমোহিত করে। যাকে নিয়ে স্বপ্নের
ভুবনে হারিয়ে যান আপনি। সেই রূপসী,
আবেদনময়ী অভিনেত্রীকে এমন
রূপে দেখে পিলে চমকে যাবার উপক্রম। তবে প্রচ্ছদের
ছবিটি দেখেই ভাববেন না যে এই যাত্রায় বেঁচে গেছেন
আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় মাহিয়া মাহির
অদ্ভুত বিদঘুটে কিছু ছবি।
সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক ফ্যান পেজে এই
ছবিগুলো আপলোড করে ভক্তদের চমকে দেন। আর ছবির
ক্যাপশনে লিখেন, “এক্সিউজ মি”।
তবে ছবিগুলো দেখে বঝাই
যাচ্ছে চরিত্রকে ফুটিয়ে তুলতে নিজের সুন্দর
চেহারাকে আড়াল করতেও দ্বিধা করেন না তিনি। তবে চলুন
দেখে আসি মাহিয়া মাহির শুটিংয়ের ফাঁকে তোলা সেই অদ্ভুদ
বিদঘুটে ছবিগুলো।
দেখুন মাহির মজার একটি পোজ।
দেখুন না মাহিই কি কম ছিলেন সাথে আবার যোগ দিলেন
আরও দুজন।
কাছ থেকে দেখুন আপনার প্রিয় অভিনেত্রীকে। এখন
বোঝা যাচ্ছে, সে যে আর কেউ নন মাহিয়া মাহি।
দেখুন এমন লুকে মাহিয়া মাহির নাচ।
ছবিগুলো দেখে আমরা বলতেই পারি দারুণ স্বতঃস্ফূর্ত
মাহিয়া মাহি। কেননা সিনেমার প্রয়োজনে এমন সাজ
সাজলেও একেবারে ফেসবুক ফ্যান পেজে আপলোড করা তাই
প্রমাণ করে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment