Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, September 11, 2014

শিশুপার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩১ স্কুল শিক্ষার্থী আটক, এলাকায় চাঞ্চল্য

অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার
অভিযোগে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সড়কের
ওয়ান্ডারল্যান্ডে (শিশু পার্ক) থেকে বৃহস্পতিবার
দুপুরে অভিযান চালিয়ে ৩১ শিক্ষার্থীকে আটক
করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ১৮ জন ছেলে ও
মেয়ে ১৩ জন মেয়ে রয়েছে।
আটককৃতরা ভোলা শহরের বিভিন্ন স্কুল কলেজের
ছাত্র-ছাত্রী।
পুলিশ জানায়, তারা প্রায় প্রতিদিন স্কুল-কলেজের
ক্লাশ ফাঁকি দিয়ে সকাল বিকেল খেয়াঘাট সড়কের
ওয়ান্ডারল্যান্ডের ভেতরে অসামাজিক
কর্মকান্ডে লিপ্ত থাকে।
ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ হারুন
আর রশিদ জানান, গোপন সংবাদের
ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল
বৃহস্পতিবার দুপুর ১টার
দিকে ওয়ান্ডারল্যান্ডে (শিশু পার্ক) অভিযান
চালায়। এ সময় ‘অসামাজিক কর্মকাণ্ডের’
অভিযোগে পার্কে অবস্থানরত ভোলা সরকারী কলেজ,
ওবায়েদুল হক মহাবিদ্যালয়, নাজিউর রহমান
কলেজ, আলতাজের রহমান কলেজ, শহীদ জিয়া স্কুল
এন্ড কলেজ ও ভোলা সরকারী বালিকা বিদ্যালয়ের
৩১ জন শিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশের
কার্যালয়ে নিয়ে আসা হয়।
ওসি আরো জানান, বিষয়টি ছেলেমেয়েদের
অভিভাবকদেরকে খবর দেওয়া হয়েছে।
তারা এলে বিকেলে তাদের কাছ থেকে প্রথমবারের
মতো মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
ওয়ান্ডারল্যান্ড কর্তৃপক্ষ ঘটনার সত্যতা শিকার
করে জানান- আটকদের বেশিরভাগই বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।
এরা অভিভাবকদের চোখ
ফাঁকি দিয়ে এখানে এসে নিয়মিত অবস্থান করতো।
কর্তৃপক্ষ তাদের বার বার সতর্ক করলেও কোন ফল
হয়নি। এদিকে এ
ঘটনা শহরে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।
আবার অনেক অভিভাবকরা চিন্তিত
হয়ে পড়েন। অনেকেই তাৎক্ষণিক ঘটনার খবর
পেয়ে থানায় গিয়ে খোঁজ শুরু করেন। এসময় আটক
সন্তানদের কর্মকান্ডে বিব্রতকর অবস্থায় পড়েন
অভিভাবকরা।
এদিকে , কিছুটা ‘ বদনাম’ হলেও প্রশাসনের এমন
উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনগন ।
দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের এমন
আচরনে আশে পাশের মানুষ অতিষ্ঠ ছিলো ।
অনেকবার বাধা সত্ত্বেও
শিক্ষার্থীরা এভাবে প্রায় দল
বেধে এসে অসামাজিক কাজে লিপ্ত হত বলেও
স্থানীয়রা জানান ।

posted from Bloggeroid

No comments: