Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 5, 2014

এই প্রথম আইটেম গানে দুর্দান্ত নেচে আবার আলোচনায় পরিমনী

বিনোদন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রে এখন কারনে অকারনে আলোচিত নাম
পরিমনী। দর্শকদেরও আগ্রহের কমতি নেই এই
উঠতি জনপ্রিয় নায়িকাকে নিয়ে। এখন পর্যন্ত একটি ছবিও
মুক্তি পায়নি, কিন্তু হাতে কুড়িটি চলচ্চিত্র! এই নজির এখন
পর্যন্ত দেখিয়ে লাইম লাইটে বাংলা চলচ্চিত্রের
ইতিহাসে আসতে পেরেছেন একমাত্র পরীমনিই ।
তবে এতদিন নিজের কোনো ছবির আইটেম
গানে নাচেননি তিনি। এবার সেই কাজটাও করলেন।
সেটে উপস্থিত কলাকুশলীরাও বলেছেন দুর্দান্ত নেচেছেন
পরিমনী । তবে পরিমনীর আইটেম গানে পারফমেন্স
দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন ।
শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালবাসা সীমাহীন’
ছবিতে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচেছেন পরীমনি।
সম্প্রতি এফডিসির ৭ নং ফ্লোরে গানটির চিত্রায়ন হয়।
‘ডার্লিং ডার্লিং লাগছে চার্মিং’। সুদীপ কুমার দীপের কথায়
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
এতে কণ্ঠ দিয়েছেন রমা।
পরীমনি বলেন, ‘এবারই প্রথম আইটেম গানে নাচলাম।
শুটিং করতে গিয়ে কয়েক দিন আগে পায়ে একটু
ব্যথা পেয়েছি। এই পা নিয়েই নেচেছি।’
‘ভালবাসা সীমাহীন’ ছবিতে পরীমনির সহশিল্পী আনিসুর
রহমান মিলন ও জায়েদ খান। এটি আগামী কোরবানির ঈদের
পরপরই মুক্তি পাবে বলে জানা যায়।

posted from Bloggeroid

No comments: