বিনোদন ডেস্ক :
শিরোনামটি পড়ে গোলমেলে লাগছে তো। তবে খুলেই
বলি আগামী ২৬ সেপ্টেম্বর ‘সেরাকণ্ঠ’ খ্যাত
তারকা বাঁধন সরকার পূজার বাগদান। তার হবু
বরের নাম কাজল দত্ত। তবে বাগদানের খবর
যেহেতু এসেছে ভক্তরা ভেবেই বসে আছেন খুব
শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতাও খুব
তারা তারি সেরে ফেলবেন এই সংগীত শিল্পী।
তবে এই কাজল দত্ত কে? সংগীত ভুবনের কোন
তারকা নন তিনি। তারা অনেক দিন থেকেই
একে অপরের বন্ধু ও সহপাঠী। ওই দিন
দুপুরে রাজধানীর পরীবাগের পুলিশ কনভেনশন
সেন্টারে পূজার অনামিকায় আংটি পরিয়ে দেবেন
কাজল। দুই পরিবারের সম্মতিতেই তাদের চার হাত
এক হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘কাজল এবং আমি একই
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের
মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই পরিবারের
সম্মতিতেই আমরা বিয়ে করতে যাচ্ছি। বাগদান
হলেও এখনই বিয়ে করে সংসারী হচ্ছি না।
পড়াশোনা শেষ হলে বিয়ে করব।’
বাঁধন সরকার পূজা ২০০৮ সালে ‘চ্যানেল আই
সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার
মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পা রাখেন। তিন বোনের
মধ্যে সবার বড় তিনি। বাবা নিবাস চন্দ্র
মাঝি পুলিশের ডিআইজি। ছোট দুই বোন (প্রিয়া ও
পূর্ণা) এবং মা প্রণীতা সরকারসহ
তারা বেইলী রোডে থাকেন। রাজধানীর
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স
অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন
পূজা।
এদিকে, পূজার প্রথম একক অ্যালবাম ‘প্রজাপতির
মন’ বাজারে আসে ২০১০ সালে। এর দুই বছর পর
প্রকাশ পায় তার দ্বিতীয় একক ‘পূজা’। এ
ছাড়া সম্প্রতি প্রকাশিত হয়েছে তার তৃতীয় একক
অ্যালবাম ‘পূজা রিটার্নস’। একক অ্যালবামের
পাশাপাশি বেশকিছু মিশ্র অ্যালবাম ও
চলচ্চিত্রেও গান গেয়েছেন পূজা।
শিরোনামটি পড়ে গোলমেলে লাগছে তো। তবে খুলেই
বলি আগামী ২৬ সেপ্টেম্বর ‘সেরাকণ্ঠ’ খ্যাত
তারকা বাঁধন সরকার পূজার বাগদান। তার হবু
বরের নাম কাজল দত্ত। তবে বাগদানের খবর
যেহেতু এসেছে ভক্তরা ভেবেই বসে আছেন খুব
শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতাও খুব
তারা তারি সেরে ফেলবেন এই সংগীত শিল্পী।
তবে এই কাজল দত্ত কে? সংগীত ভুবনের কোন
তারকা নন তিনি। তারা অনেক দিন থেকেই
একে অপরের বন্ধু ও সহপাঠী। ওই দিন
দুপুরে রাজধানীর পরীবাগের পুলিশ কনভেনশন
সেন্টারে পূজার অনামিকায় আংটি পরিয়ে দেবেন
কাজল। দুই পরিবারের সম্মতিতেই তাদের চার হাত
এক হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘কাজল এবং আমি একই
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের
মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই পরিবারের
সম্মতিতেই আমরা বিয়ে করতে যাচ্ছি। বাগদান
হলেও এখনই বিয়ে করে সংসারী হচ্ছি না।
পড়াশোনা শেষ হলে বিয়ে করব।’
বাঁধন সরকার পূজা ২০০৮ সালে ‘চ্যানেল আই
সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার
মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পা রাখেন। তিন বোনের
মধ্যে সবার বড় তিনি। বাবা নিবাস চন্দ্র
মাঝি পুলিশের ডিআইজি। ছোট দুই বোন (প্রিয়া ও
পূর্ণা) এবং মা প্রণীতা সরকারসহ
তারা বেইলী রোডে থাকেন। রাজধানীর
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স
অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন
পূজা।
এদিকে, পূজার প্রথম একক অ্যালবাম ‘প্রজাপতির
মন’ বাজারে আসে ২০১০ সালে। এর দুই বছর পর
প্রকাশ পায় তার দ্বিতীয় একক ‘পূজা’। এ
ছাড়া সম্প্রতি প্রকাশিত হয়েছে তার তৃতীয় একক
অ্যালবাম ‘পূজা রিটার্নস’। একক অ্যালবামের
পাশাপাশি বেশকিছু মিশ্র অ্যালবাম ও
চলচ্চিত্রেও গান গেয়েছেন পূজা।
posted from Bloggeroid
No comments:
Post a Comment