Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, September 16, 2014

স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শচীনের ছেলে অর্জুন

স্পোর্টস ডেস্ক : ভারতের মুম্বাইতে শুরু
হয়েছে ‘মাস্টার ব্লাস্টার স্কুল ক্রিকেট
চ্যাম্পিয়নশিপ।’ এই টুর্নামেন্ট চলবে ২০
সেপ্টেম্বর পর্যন্ত। মুম্বাইয়ের ১০২টি স্কুলের
২৫২টি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। তার
মধ্য থেকে ৫২টি দল আন্তর্জাতিক মানের
বোলারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করার সুযোগ
পেয়েছে। সেই তালিকায় রয়েছে শচীনের
ছেলে অর্জুনের স্কুলও। অর্জুন মুম্বাইয়ের ‘ধীরুভাই
আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের’ প্রতিনিধিত্ব
করছে।
ছেলে-মেয়ে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দল নিয়ে এই
টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। নকআউট
ভিত্তিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা। এই
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের
হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য
সমাপনী দিনে উপস্থিত থাকবেন শচীন টেন্ডুলকার।
বাবার নামের টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার
পর হয়তো বাবার হাত থেকে ট্রফিও নেওয়ার সুযোগ
পেতে পারেন অর্জুন। সে ক্ষেত্রে অবশ্য অর্জুনের
স্কুলকে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হতে হবে।

posted from Bloggeroid

No comments: