Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, October 28, 2014

এসএসসির সম্ভাব্য সূচি প্রকাশ, মতামত আহব্বান

এসএসসি পরীক্ষায় সম্ভাব্য সূচি প্রকাশ
করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত এই
খসড়া সূচির ওপর মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (মাধ্যমিক-১) এনামুল কাদের
খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু
হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ১০ মার্চ পর্যন্ত।
আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২
থেকে ১৬ মার্চের মধ্যে অন্য সব বিষয়ের ব্যবহারিক
পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তবে সব পাবিলিক পরীক্ষার মাঝে বিরতি না রাখার
পক্ষ্যে মন্ত্রী আশ্বাস দিলেও প্রস্তাবিত
সূচিতে বিরতি রাখা হয়েছে। গত ২ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ বলেছিলেন, পাবলিক পরীক্ষার
মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া অন্য কোনও বন্ধ
রাখা হবে না। এমন ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র
প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তীতে গত ৭ সেপ্টেম্বর
শিক্ষামন্ত্রী সংসদে জানান, বিরতিহীন পরীক্ষা নেওয়ার
বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে।
এ সময়সূচির বিষয়ে ১ নভেম্বর পর্যন্ত মতামত
নেওয়া হবে। ds_sec1@ moedu.gov.bd—এই ই-
মেইলে মতামত পাঠানো যাবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

No comments: