ঢাকা : রাজনৈতিক বিশৃক্সখলা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত
হেনে সামাজিক বিশৃক্সখলা সৃষ্টি ও জঙ্গিবাদের উত্থান
ঘটানো এবং নানা গুরুতর অভিযোগে দেশে ব্যবহার
হওয়া ২৮টি ফেসবুক পেজ বন্ধ করতে যাচ্ছে সরকার।
সম্প্রতি আইনশৃক্সখলা বাহিনী কঠোর
নজরদারিতে ফেসবুকের ২৮টি পেজ দেশ ও জাতির জন্য
ক্ষতিকর এমন পেজকে চিহ্নিত করে তার
একটি তালিকা তৈরি করেছে। ওই
তালিকাটি ধরে ব্যবস্থা নিতে সরকারের নীতিনির্ধারক মহলের
কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, যেসব ফেসবুক পেজ বন্ধ করা যায়
বলে গোয়েন্দারা তালিকা তৈরি করেছেন তার
মধ্যে রয়েছে বাঁশের কেল্লা, দ্বিতীয় আলো,
বিদ্রোহী আলো, বখতিয়ারের ঘোড়া, ফরায়েজী আন্দোলন,
ব্রেকিং আঠারো দলীয় জোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিস, বাংলাদেশ জামায়াত ই
ইসলামী, বিডি ন্যাশনালিস্ট, ১৮ দলীয় জোট, শো নিউজ কম,
লন্ডন বাংলা নিউজ, তরুণ প্রজন্ম উল্লেখযোগ্য। এই
পেজগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক
বিশৃক্সখলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত
হেনে সামাজিক বিশৃক্সখলা সৃষ্টিতে ফেসবুক অন্যতম
হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছুদিন
আগে পাবনা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের
বিভিন্ন স্থানে ফেসবুকের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ
(সা.)-কে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাৎদক চিত্র
প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ
সৃষ্টি হয়।
এ সময় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত ও বহু মানুষ আহত হন।
সংখ্যালঘু নির্যাতনকে উসকে দিচ্ছে এসব ফেসবুক পেজ।
ফেসবুকে আস্তিক ও নাস্তিক মতবাদকে কেন্দ্র
করে সবসময় উত্তেজনা বিরাজ করছে যা যে কোনো সময়
গুরুতর রূপ নিতে পারে। এই পেজগুলোর
মধ্যে রয়েছে আস্তিক বনাম নাস্তিক-আয় দেখি কেমন
পারিস হেঁ হেঁ, নাস্তিকেরা সব কোই গেলি? আয়
তোগো সাথে কুতকুত খেলি, নাস্তিক মঞ্চ। পর্নোগ্রাফির
অন্যতম মাধ্যম আজ এই ফেসবুক।
ফেসবুকে বিভিন্ন পর্নোগ্রাফি বিষয়ক পেজ
খুলে তাতে অশ্লীল তথ্য ও ছবি প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন
সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েদের হেয় করার জন্য তাদের
মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ করে তা আপলোড
করা হচ্ছে। গোয়েন্দা তালিকায় পাঁচটি পর্নোগ্রাফি ও
অশ্লীল ফেসবুক পেজ স্থান পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত
এইচএসসি বা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
করতে বা গুজব ছড়াতে ব্যবহার করা হয়েছে এমন
তিনটি ফেসবুক পেজের খোঁজ পেয়েছে গোয়েন্দারা।
হেনে সামাজিক বিশৃক্সখলা সৃষ্টি ও জঙ্গিবাদের উত্থান
ঘটানো এবং নানা গুরুতর অভিযোগে দেশে ব্যবহার
হওয়া ২৮টি ফেসবুক পেজ বন্ধ করতে যাচ্ছে সরকার।
সম্প্রতি আইনশৃক্সখলা বাহিনী কঠোর
নজরদারিতে ফেসবুকের ২৮টি পেজ দেশ ও জাতির জন্য
ক্ষতিকর এমন পেজকে চিহ্নিত করে তার
একটি তালিকা তৈরি করেছে। ওই
তালিকাটি ধরে ব্যবস্থা নিতে সরকারের নীতিনির্ধারক মহলের
কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, যেসব ফেসবুক পেজ বন্ধ করা যায়
বলে গোয়েন্দারা তালিকা তৈরি করেছেন তার
মধ্যে রয়েছে বাঁশের কেল্লা, দ্বিতীয় আলো,
বিদ্রোহী আলো, বখতিয়ারের ঘোড়া, ফরায়েজী আন্দোলন,
ব্রেকিং আঠারো দলীয় জোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিস, বাংলাদেশ জামায়াত ই
ইসলামী, বিডি ন্যাশনালিস্ট, ১৮ দলীয় জোট, শো নিউজ কম,
লন্ডন বাংলা নিউজ, তরুণ প্রজন্ম উল্লেখযোগ্য। এই
পেজগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক
বিশৃক্সখলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত
হেনে সামাজিক বিশৃক্সখলা সৃষ্টিতে ফেসবুক অন্যতম
হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছুদিন
আগে পাবনা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের
বিভিন্ন স্থানে ফেসবুকের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ
(সা.)-কে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাৎদক চিত্র
প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ
সৃষ্টি হয়।
এ সময় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত ও বহু মানুষ আহত হন।
সংখ্যালঘু নির্যাতনকে উসকে দিচ্ছে এসব ফেসবুক পেজ।
ফেসবুকে আস্তিক ও নাস্তিক মতবাদকে কেন্দ্র
করে সবসময় উত্তেজনা বিরাজ করছে যা যে কোনো সময়
গুরুতর রূপ নিতে পারে। এই পেজগুলোর
মধ্যে রয়েছে আস্তিক বনাম নাস্তিক-আয় দেখি কেমন
পারিস হেঁ হেঁ, নাস্তিকেরা সব কোই গেলি? আয়
তোগো সাথে কুতকুত খেলি, নাস্তিক মঞ্চ। পর্নোগ্রাফির
অন্যতম মাধ্যম আজ এই ফেসবুক।
ফেসবুকে বিভিন্ন পর্নোগ্রাফি বিষয়ক পেজ
খুলে তাতে অশ্লীল তথ্য ও ছবি প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন
সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েদের হেয় করার জন্য তাদের
মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ করে তা আপলোড
করা হচ্ছে। গোয়েন্দা তালিকায় পাঁচটি পর্নোগ্রাফি ও
অশ্লীল ফেসবুক পেজ স্থান পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত
এইচএসসি বা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
করতে বা গুজব ছড়াতে ব্যবহার করা হয়েছে এমন
তিনটি ফেসবুক পেজের খোঁজ পেয়েছে গোয়েন্দারা।
No comments:
Post a Comment