Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 12, 2014

৩০ সেকেন্ডে মাথাব্যথা থেকে মুক্তি!

এমন কাউকে দেখাতে পারবেন,
যিনি অবসাদে ভোগেন না।
কিংবা বিরক্তিকর মাথাব্যথায় জেরবার হন
না! এরকম মানুষের সংখ্যা প্রায় নেই
বললেই চলে।
কারণ, ব্যস্ততম জীবনের নিত্যদিনের
সঙ্গী এই দুই উপদ্রব। তবে সমস্যা যেমন
আছে, তার সমাধানও রয়েছে। আকুপ্রেসারের
সাহায্যে অল্প সময়ে রেহাই পেতে পারেন
আপনি। কীভাবে?
বাঁ হাতের বুড়ো আর তর্জনী - এই দুই আঙুলের
মাঝখানে যে মাংসপেশী (চিনা চিকিৎসা শা
স্পট' বলে) রয়েছে সেখানে ডান হাতের
তর্জনী ও বুড়ো আঙুল দুটি দিয়ে মাত্র ত্রিশ
সেকেন্ড চাপ দিন। ম্যাজিকের মতো অবসাদ,
মাথাব্যথা ভ্যানিশ!

No comments: