Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 12, 2014

বয়স ৮ হলেও বছরে আয় ১৩ লাখ ডলার!

ডেস্ক ॥ শুনে অবাক লাগলেও
ঘটনা সত্যি, মাত্র ৮ বছরের এক শিশু তার এই
বয়সেই আয় করছে বছরে ১৩ লাখ ডলার! এই বিপুল
পরিমাণ অর্থ আয় করে সে ইউটিউব থেকে।
ইভান নামের এই শিশু খেলার ছলেই বানার
পরামর্শে বিভিন্ন গেমস এঁর রিভিউ করে সেই
ভিডিও ইন্টারনেটে ইউটিউবে আপলোড করে।
পরবর্তীতে ইভানের সে সব ভিডিও দেখা শুরু
করে হাজার হাজার মানুষ। ইভানের বিভিন্ন
ভিডিও দেখা হয়ে যায় কোটি বার। ইভানের
চ্যানেলের নিয়মিত দর্শক কয়েক লাখ।
ইভানের বাবা জানান, “আমার ছেলের
করা রিভিউ দেখতে অনেকেই ইভানের ইউটিউব
চ্যানেল দেখে। এখানে আমরা বিভিন্ন
কোম্পানির বিজ্ঞাপন দিয়ে থাকি। এসব
বিজ্ঞাপন ভিডিওর বিভিন্ন অংশে প্রদর্শিত
হয়ে থাকে। এতে করেই আমাদের মূল আয়
চলে আসে।
এছাড়াও অনেক গেমস কোম্পানি ইভানকে তাদের
গেমস এর রিভিউ করে দিতে বলে যার থেকেও
বেশ ভালো আয় হয় তার। ইভানের আয়ের মূল উৎস
তার ভিডিও রিভিউ। ইভানের এসব আয়
থেকে বেশীরভাগ অর্থ দেয়া হয় বিভিন্ন
বিনিয়োগে এছাড়াও তার নামে বেশ কিছু অর্থ
সঞ্চয় করে রাখা হয়।
ইভানের ইউটিউব চ্যানেল- EvanTubeHD
নিচের ভিডিওটি দেখুন এটি ৫০ কোটিবার
দেখা হয়ে গেছে এরোই মাঝে-


No comments: