Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 26, 2014

শেষ পর্যন্ত আঁচলও লুঙ্গি পরলেন

ঢাকা: লুঙ্গি ড্যান্স স্টাইলটা শাহরুখ খান ও
দীপিকা পাড়ুকোন বলিউডে নিয়ে এসেছিলেন
হানি সিংহের গানের মাধ্যমে। এরপর ভারতীয়
ক্রিকেটারদেরও লুঙ্গি পরে নাচতে দেখা গেছে।
সম্প্রতি সানি লিওন একটি দক্ষিণি ছবিতেও
লুঙ্গি পরে একটা আইটেম গানে নেচে আলোচিত
হয়েছেন।
ঢালিউড কেন বাদ যাবে লুঙ্গি ড্যান্স থেকে। তাই
এবার লুঙ্গি পরে নাচলেন ঢালিউড
অভিনেত্রী আঁচল। তিনি লুঙ্গি পরে আরেক ঢালিউড
অভিনেতা বাপ্পির সঙ্গে নেচেছেন। আঁচলের এই
লুঙ্গি ড্যান্স দেখতে হলে আরো কিছুদিন
অপেক্ষা করতে হবে।
ইসপাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘গুন্ডা-
দ্য টেরোরিস্ট’ ছবির একটি অাইটেম
আঁচলকে লুঙ্গি পরে নাচতে দেখা যাবে। ‘চাকবুম
চাকবুম, আইলো কুলসুম/ লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স’
শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। গত
সেপ্টেম্বরে ছবিটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই
ছবিটি মুক্তি দেবার কথা রয়েছে।

No comments: