Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, October 26, 2014

হুদহুদের পর এবার ধেয়ে আসছে নীলোফার,পরোক্ষ প্রভাবে কলকাতার শুরু হালকা বৃষ্টি

ওয়েব ডেস্ক: হুদহুদ তাণ্ডবের রেশ
কাটতে না কাটতেই ফের হাজির আরও এক
সাইক্লোন। হুদহুদের পর এবার
আসতে চলেছে সাইক্লোন নীলোফার। হুদহুদ
যেভাবে অন্ধ্রপ্রদেশ,
ওড়িশা যেভাবে নিজের
শক্তি দেখিয়েছিল, নীলোফার তেমনই
আছড়ে পড়তে পারে গুজরাটের কুচ অঞ্চলে।
আরব সাগরের ওপর ঘনীভূত ঘূর্ণিঝড়
নীলোফারের মোকাবিলায় প্রস্তুতি শুরু
করল গুজরাট প্রশাসন।
ঘূর্ণিঝড়ের মূল অভিমুখ হতে পারে ওমান
উপকূলের দিকে। তবে আবহাওয়া দফতরের
পূর্বাভাস, দিক বদল করে ঘূর্ণিঝড়
ধেয়ে আসতে গুজরাট উপকূলের দিকেও।
আগামী ৪৮ ঘণ্টা পরই ঘূর্ণিঝড়ের
অবস্থান নির্দিষ্টভাবে বলা সম্ভব
হবে বলে জানিয়েছে আহমেদাবাদের
আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়
নিয়ে ইতিমধ্যেই সতর্ক
করা হয়েছে গুজরাটের বিভিন্ন বন্দর
কর্তৃপক্ষকে। আগাম
প্রস্তুতি হিসাবে সতর্ক
থাকতে বলা হচ্ছে কচ্ছ
জেলা প্রশাসনকেও। ঘূর্ণিঝড়
নীলোফারের প্রত্যক্ষ প্রভাব
পড়বে না পশ্চিমবঙ্গে। তবে পরোক্ষ
প্রভাবে ইতিমধ্যেই রাজ্য থেকে উধাও
শীতের আমেজ। আকাশ মেঘলা হওয়ার
কারণে বাড়বে রাতের তাপমাত্রা।
ইতিমধ্যেই কলকাতার কোথাও কোথাও শুরু
হয়েছে হালকা বৃষ্টি।
আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়
নিলোফারের প্রভাবে উত্তর গুজরাট
এবং পাকিস্তান সংলগ্ন
উপকুলবর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত
হতে পারে। তবে হুদহুদের মত এত
শক্তিশালী আকারের নয় নিলোফার।

No comments: