ডেস্ক : ফেসবুক আরও স্মার্ট হতে চলেছে। কারণ
এবার বিখ্যাত পদার্থ বিজ্ঞানী ও লেখক স্টিফেন
হকিং ফেসবুকের সদস্য হয়েছেন। আপনার হাতের
নাগালে ধরা দেবেন এই বিখ্যাত পদার্থ
বিজ্ঞানী।
৭ অক্টোবর তিনি ফেসবুকে যোগ দেন। স্যোশাল
মিডিয়ায় রানী দ্বিতীয় এলিজাবেথ যেমন তার
প্রথম টুইট করে সাড়া ফেলে দিয়েছে,
তেমনি হকিংর ফেসবুক যোগদান এক অন্য
মাত্রা এনে দিয়েছে।
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ
পাচ্ছে স্টিফেন
হকিংকে নিয়ে তৈরি বায়োগ্রাফিক্যাল
সিনেমা দ্য থিয়োরি অফ এ্যভরিথিং । ঠিক তার
আগে ফেসবুকে হকিংকে ফেয়ে খুশি স্যোশাল দুনিয়া।
এবার বিখ্যাত পদার্থ বিজ্ঞানী ও লেখক স্টিফেন
হকিং ফেসবুকের সদস্য হয়েছেন। আপনার হাতের
নাগালে ধরা দেবেন এই বিখ্যাত পদার্থ
বিজ্ঞানী।
৭ অক্টোবর তিনি ফেসবুকে যোগ দেন। স্যোশাল
মিডিয়ায় রানী দ্বিতীয় এলিজাবেথ যেমন তার
প্রথম টুইট করে সাড়া ফেলে দিয়েছে,
তেমনি হকিংর ফেসবুক যোগদান এক অন্য
মাত্রা এনে দিয়েছে।
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ
পাচ্ছে স্টিফেন
হকিংকে নিয়ে তৈরি বায়োগ্রাফিক্যাল
সিনেমা দ্য থিয়োরি অফ এ্যভরিথিং । ঠিক তার
আগে ফেসবুকে হকিংকে ফেয়ে খুশি স্যোশাল দুনিয়া।
No comments:
Post a Comment