Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, October 25, 2014

ইসলামী দলগুলোর ডাকা হরতাল চলছে

ঢাকা : রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সম্মিলিত
ইসলামী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল
চলছে। আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে এ হরতাল।
চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধর্মদ্রোহী-
মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান
রেখে সংসদে আইন পাস এবং আওয়ামী লিগ
নেতা লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের
মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায়
আনার দাবিতে সম্মিলিত ইসলামী দলগুলো আজকের এ
হরতালের ডাক দেয়।
এদিকে, হরতালে সম্ভাব্য অপ্রীতিকর
ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার
করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেজন্য
পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন
রয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-
কমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘সবদিক
বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ
করা হয়েছে। হরতালের
নামে নাশকতা রোধে প্রয়োজনীয় সব ধরনের
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’অপরদিকে, সকাল
থেকে চলা এ হরতালে দেশের কোথায়ও বড় ধরনের
কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

No comments: