এ বছর বাংলাদেশ ক্রিকেটের কেমন
কেটেছে, তা আর না বললেও চলে।
বছরের শুরু থেকে ‘নিশ্চিত পরাজয়’ই নিয়ম
হয়ে দাঁড়িয়েছিল। যার চাক্ষুষ প্রমাণ ১৩
ওয়ানডের ১২টিতে হার, একটি ফলহীন!
আগামী কাল বছরের শেষ
সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ‘শেষ
ভালো যার, সব ভালো তার’-এই
অনুপ্রেরণার খোঁজে এখন সাকিব-মাশরাফিরা।
ঘরের মাঠে বাঘ বাংলাদেশ। এ কথা স্বীকার
করে নিয়েছেন জিম্বাবুয়ে কোচ
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো। তাই টেস্ট
সিরিজের পর ওয়ানডে সিরিজেও
স্বাগতিকরা ফেভারিট দাবি তার।
এদিকে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের
কণ্ঠে ওই ‘ভালো’র খোঁজ, ‘এবার আমাদের
আলাদা ফরম্যাটে খেলতে হবে,
তবে টার্গেটে কোন পরিবর্তন
ঘটবে না। সেরা সাফল্য
পেতে শুরুটা ভালো হওয়া গুরুত্বপূর্ণ।’
ওয়ানডের ৫ ম্যাচ দিবারাত্রির হওয়ায় দুই দলের
প্রধান আলোচনার বিষয় এখন রাতের শিশির।
বাংলাদেশের বড় ভরসা স্পিন আক্রমণ মলিন
হতে পারে এই শিশির তাণ্ডবে। তবে মাঠ
যেহেতু সাকিবদের। তাই শিশিরের বৈচিত্র্য
তাদের ভালোই জানা আছে। গতকাল শিশির
সামলাতে বাংলাদেশ নাকি একান্ত অনুশীলনও
করেছে। দেখা যাক
মাঠে শিশিরকে কতটা সামলাতে পারে মাশরাফি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmrz51FyL-kEt8-9RfF_EWR7KxEyHWzvzxmB8x7GfjJKw4GJAM46nF80kg3oAKAOc0GESHdT0mJKNW-2Uz7mA5RAdk6_E-oHgWeDumplb6Q4OBOrjQyGEeLfFNboAkLGnULzc7zVlumzI/s350/1416481185992.jpeg)
কেটেছে, তা আর না বললেও চলে।
বছরের শুরু থেকে ‘নিশ্চিত পরাজয়’ই নিয়ম
হয়ে দাঁড়িয়েছিল। যার চাক্ষুষ প্রমাণ ১৩
ওয়ানডের ১২টিতে হার, একটি ফলহীন!
আগামী কাল বছরের শেষ
সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ‘শেষ
ভালো যার, সব ভালো তার’-এই
অনুপ্রেরণার খোঁজে এখন সাকিব-মাশরাফিরা।
ঘরের মাঠে বাঘ বাংলাদেশ। এ কথা স্বীকার
করে নিয়েছেন জিম্বাবুয়ে কোচ
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো। তাই টেস্ট
সিরিজের পর ওয়ানডে সিরিজেও
স্বাগতিকরা ফেভারিট দাবি তার।
এদিকে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের
কণ্ঠে ওই ‘ভালো’র খোঁজ, ‘এবার আমাদের
আলাদা ফরম্যাটে খেলতে হবে,
তবে টার্গেটে কোন পরিবর্তন
ঘটবে না। সেরা সাফল্য
পেতে শুরুটা ভালো হওয়া গুরুত্বপূর্ণ।’
ওয়ানডের ৫ ম্যাচ দিবারাত্রির হওয়ায় দুই দলের
প্রধান আলোচনার বিষয় এখন রাতের শিশির।
বাংলাদেশের বড় ভরসা স্পিন আক্রমণ মলিন
হতে পারে এই শিশির তাণ্ডবে। তবে মাঠ
যেহেতু সাকিবদের। তাই শিশিরের বৈচিত্র্য
তাদের ভালোই জানা আছে। গতকাল শিশির
সামলাতে বাংলাদেশ নাকি একান্ত অনুশীলনও
করেছে। দেখা যাক
মাঠে শিশিরকে কতটা সামলাতে পারে মাশরাফি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmrz51FyL-kEt8-9RfF_EWR7KxEyHWzvzxmB8x7GfjJKw4GJAM46nF80kg3oAKAOc0GESHdT0mJKNW-2Uz7mA5RAdk6_E-oHgWeDumplb6Q4OBOrjQyGEeLfFNboAkLGnULzc7zVlumzI/s350/1416481185992.jpeg)
No comments:
Post a Comment