Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, November 2, 2014

‘মাথা থাকলে ব্যথাও থাকবে’জেনে নিন এর কারণ ?

লাইফ ডেস্ক : যার মাথা আছে তার ব্যথাও আছে।
অর্থাৎ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের
মতে মাথার ব্যথা অন্যান্য কারণেও হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশির ভাগ মাথাব্যথার
কারণ শুধু মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক
নয়। শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের অসুস্থতার
কারণেও মাথাব্যথা হতে পারে। উদাহরণস্বরূপ
নাক, কান, গলা অথবা মুখের ভেতরের বিশেষ
কোনো রোগের কারণে মাথাব্যথা হতে পারে। মুখের
ভেতরের যেসব
কারণে মাথাব্যথা হতে পারে সেগুলোর
মধ্যে মাড়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ।
দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজের
কারণে প্রদাহজনিত রোগ, পালপাইটিস ও আক্কেল
দাঁত বা উইজডম দাঁতের অসমান অবস্থানের
কারণে জটিলতা, মুখের ভেতরের বিভিন্ন ধরনের
ক্ষত বা ঘা, আঘাতজনিত কারণে চোয়ালের
বা দাঁতের ফ্রেকচার বিভিন্ন ধরনের সৃষ্ট
এবং টিউমার। দাঁত ও মুখের এ ধরনের রোগ
বা অসুস্থতা অনেক সময় কানে বা গলার ব্যথার
কারণ হতে পারে। তবে বিশেষ যে একটি রোগের
কারণে মাথাব্যথা বেশি হয় সেটি হলো উইজডম
দাঁত বা আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থান।
অর্থাৎ আক্কেল দাঁত তার সঠিক
অবস্থানে না থেকে বাঁকা হয়ে বা বাঁকা অবস্থানের
কারণে উপরের
দিকে বেরিয়ে আসতে না পেরে স্থানীয়ভাবে প্রদাহ
সৃষ্টি করে।
আরও একটি বিশেষ
কারণে মাথাব্যথা হতে পারে সেটা হলো ট্রাইজেমিনাল
নিউরোলজিয়া। যা স্নায়ু রোগ হিসেবেই চিহ্নিত,
কিন্তু এ ক্ষেত্রেও প্রচণ্ড
মাথাব্যথা হতে পারে যদিও তা কয়েক সেকেন্ডের
জন্য হয়। এ প্রসঙ্গে একজন রোগীর
কাহিনী বলা প্রয়োজন, তার দীর্ঘদিন যাবৎ
মাথাব্যথা নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়েই
চলছেন কিন্তু কমার কোনো লক্ষণ নেই। কোনোভাবেই
যখন তার মাথাব্যথা কমছে না তখন
প্রতিবেশী একজনের পরামর্শে দাঁতের ডাক্তারের
কাছে আসেন, কারণ সেই প্রতিবেশী ভদ্রলোক একজন
ভুক্তভোগী। পরবর্তীতে তার দাঁতের ডাক্তার OPG
এক্স-রে’র মাধ্যমে শনাক্ত করেন একটি আক্কেল
দাঁতের অসমান অবস্থানকে। আক্কেল দাঁতের এই
বাঁকা অবস্থানের কারণে পার্শ্ববর্তী দাঁতের ওপর
ক্রমাগত চাপ সৃষ্টি এবং দীর্ঘদিনের ডেন্টাল
প্লাক জমা থাকলে সৃষ্ট ডেন্টাল ক্যারিজজনিত
পালপাইটিসই ছিল তার মাথাব্যথার মূল কারণ।
পরবর্তীতে তার সেই আক্কেল দাঁতের উৎপাটন ও
ডেন্টাল ক্যারিজ আক্রান্ত দাঁতের রুট ক্যানেল
চিকিৎসাই তাকে মুক্ত করে মাথাব্যথা থেকে। তাই
মাথাব্যথার কারণ বের করতে রোগীর ইতিহাস
জরুরি। এ ছাড়া দাঁতের সুস্থতা ও মাড়ির
সুরক্ষা নিশ্চিত প্রয়োজন। প্রয়োজনে চিকিৎসকের
পরামর্শ নেওয়া যেতে পারে।

No comments: