মানুষকে প্রয়োজনে অনেক কিছু ব্যবহার করতে হয় ।
বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক সহজ
হয়েছে মানুষের পথ চলা । সহজ হয়েছে যোগাযোগ ,
তথ্য আদান প্রদান সহ অনেক প্রয়োজনীয় বিষয় ।
বিজ্ঞানের অবদান আজ ছড়িয়ে পরেছে দেশের
সর্বত্র । মোবাইল ফোন বর্তমান দেশের প্রায় ১১
কোটির ও বেশী মানুষ ব্যবহার করছে। গ্রাম
থেকে গ্রামান্তরে, শহর নগর সব জায়গায় আজ
মোবাইল তার প্রভাব বিস্তার করেছে । ফোনের
মাধ্যমে আজ গোটা দুনিয়া হাতের মুঠোয় ,
পুরো পৃথিবী যেন একটা পরিবার, সবার
সাথে যেমন যোগাযোগ থাকে ঠিক
তেমনি বিজ্ঞানের আশির্বাদে সবার
সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ।
বিজ্ঞানের এত বড় একটি আবিস্কার এই মোবাইল
মানুষকে অনেক প্রশান্তি দিয়েছে । অনেক
ক্ষেত্রে ঘটছে হিতের বিপরীতও ,
দেখা যাচ্ছে একটু অসচেতনতায় ঘটতে পারে অনেক
বড় দুর্ঘটনা , এমনকি মৃত্যু ও হতে পারে।
এসব ছোট /বড় দুর্ঘটনার কারণ অনুসন্থান
করলে দেখা যাবে শুধু একটি ছোট্ট ভুলই
ঘটিয়েছে এই মহা বিপর্যয় ।আর
তা হলো সচেতনতার অভাব ।
তাহলে চলুন যে সমস্ত
অসচেতনতা ঘটাতে পারে তা আজ আমরা জেনে নিই,
১। রাস্তাঘাটে চলার সময় বা হাটার সময়
মোবাইল ব্যবহার করাঃ
এটা বর্তমানে সবচেয়ে প্রকট আকার ধারন
করেছে । বিশেষত ছাত্র , যুব সমাজের
মধ্যে এটা বেশী , ফেসবুকে আক্রান্ত
ব্যাক্তিরা বাইরে , বাজারে থাকার সময় ও
ভুলে থাকতে পারে না তাদের প্রিয় ফেসবুক কে ।
তাই হাটতে হাটতে সামনের দিকে মনোযোগ ও
দৃস্টি সামনের দিকে না থেকে, থাকে মোবাইল এর
স্কিনে , ফলে যে কোন সময় ঘটে যায় দুর্ঘটনা । আর
সেই দুর্ঘটনার মধ্যে হতে পারে –
ক) ছিনতাইঃ
আপনার অসচেতনতা যদি ছিনতাই কারীর
নজরে পরে তাহলে সে আপনার প্রিয় ফোন
টি নিয়ে যেতে পারে ছিনতাই করে ।
হারাতে পারেন আপনার প্রিয় ফোন । আর
ছিনতাইয়ের সময় বাঁধা দেয়ার চেষ্টা করলে মার
খাওয়ার ও সম্ভবনা থাকে ।
খ) সড়ক দুর্ঘটনাঃ
চলার সময় বা গাড়ি মনোযোগ অ দৃস্টির
অভাবে ঘটতে পারে দুর্ঘটনা । এই অনেক দুর্ঘটনার
শিকার হয়েছেন অনেকে ।
গ) মানষিক বিপর্যয়ঃ
হঠাত করে আনাকাংখিত
ঘটনা অনেকে সামলে নিতে পারেন না , তাই
অনেকের ঘটে যায় মানুষিক বিপর্যয় ।
এছাড়া যাদের হার্টের সমস্যা আছে তাদের ও
হতে পারে হার্ট ফেয়লর সহ আরো অনেক জটিল
সমস্যা ।
২। প্রতরনার ফাদে পা রাখাঃ
অনেক সময় বিভিন্ন প্রতারক চক্রের লোকজন , সহজ
সরল লোকদের প্রতারিত করে থাকে ।
যা ইতিপুর্বে গনমাধ্যমের
কল্যানে দেশবাশি জানতে পেরেছে । মানুষের
স্বাভাবিক প্রবৃত্তি লোভ কে কাজে লাগিয়ে এমন
ঘটনা ঘটাই প্রতারকরা । এক দিন আমার এক বন্ধুর
ফোনে কল আসে , বলে আপনি লটারির
মাধ্যমে বিজয়ী হয়েছেন। আপনি পাবেন ৭০
লক্ষটাকা । আর সেই টাকা পাওয়াড় জন্যে এই
নাম্বারে ২ হাজার টাকা পাঠান । অনেকে টাকার
লোভ সামলাতে না পেরে পাঠিয়ে থাকে টাকা যার
ফল হিসেবে নিজের উপার্যিত টাকা বিসর্জন
দেয়া ছাড়া আর কিছু হয় না ।
অথবা কোন নির্দিস্ট স্থানে আসতে বলে , কেউ
যদি ভুলেও চলে যায় তাহলে তাকে ব্ল্যাক মেইল
করে তার পরিবার থেকে টাকা হাতিয়ে নেয়ার
চস্টা করে ।
৩। পীর , মাজারের খাদেম সেজে প্রতারনা এটাও
একটা কমন বিষয় , প্রায় সবার কাছে জানা ।
মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কিছু
প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে ।
এটা দেখা যায় মেয়েদের বেশী ধোকা দেয় ।
বিশেষত এরা রাত ১২ টার পরে ফোন
দিয়ে বলে অমুক মাজার , উমুক পীর । প্রথমে কিছু
প্রশ্ন করে , নিজে এমন অভিজ্ঞতার সম্মুখীন
হইনি , তার পরেও বন্ধুদের কাছে শুনেছি-
◘ নামাজ পরেন বাবা?
◘ রোজা করেন বাবা?
◘ দান খয়রাত করেন বাবা? তার পর বলে আপনার
মনের আশা পুরন হবে তা কিভাবে হবে ,
তা জানতে ফোন ব্যাক করেন
কেউ যদি তা করে তাহলে সে বিভিন্ন
ছলে বলে কৌশলে দান করার অযুহাত
হিসেবে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে ।
◘ প্রেমের ফাদঃ বর্তমানে এটা ব্যাপক আকার
ধারন করেছে , প্রতারক চক্র প্রতারনার কৌশল
হিসেবে মিস্টিকন্ঠা নারীদের ব্যবহার করছে ।
কোন ভাবে তার প্রেমের
ফাঁদে ফেলতে পারলে দেখা করতে গেলে , প্রতারক
দের শিকারী হয়ে হারিয়ে থাকেন অনেক কিছু ।
পরিশেষে একটা কথা বলতে যায় প্রতারন
প্রতারনাই তা যে ভাবেই হোক না কেন । একটু
সচেতনতায়
আপনাকে রক্ষা করতে পারে বিড়ম্বনা থেকে ,
বাচাতে পারে আপনার মুল্যবান সময় ও জীবন । আর
মনে রাখবেন বিনা কস্টে পাওয়ার আশা করেই
মানুষ প্রতারিত হয় ।
বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক সহজ
হয়েছে মানুষের পথ চলা । সহজ হয়েছে যোগাযোগ ,
তথ্য আদান প্রদান সহ অনেক প্রয়োজনীয় বিষয় ।
বিজ্ঞানের অবদান আজ ছড়িয়ে পরেছে দেশের
সর্বত্র । মোবাইল ফোন বর্তমান দেশের প্রায় ১১
কোটির ও বেশী মানুষ ব্যবহার করছে। গ্রাম
থেকে গ্রামান্তরে, শহর নগর সব জায়গায় আজ
মোবাইল তার প্রভাব বিস্তার করেছে । ফোনের
মাধ্যমে আজ গোটা দুনিয়া হাতের মুঠোয় ,
পুরো পৃথিবী যেন একটা পরিবার, সবার
সাথে যেমন যোগাযোগ থাকে ঠিক
তেমনি বিজ্ঞানের আশির্বাদে সবার
সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ।
বিজ্ঞানের এত বড় একটি আবিস্কার এই মোবাইল
মানুষকে অনেক প্রশান্তি দিয়েছে । অনেক
ক্ষেত্রে ঘটছে হিতের বিপরীতও ,
দেখা যাচ্ছে একটু অসচেতনতায় ঘটতে পারে অনেক
বড় দুর্ঘটনা , এমনকি মৃত্যু ও হতে পারে।
এসব ছোট /বড় দুর্ঘটনার কারণ অনুসন্থান
করলে দেখা যাবে শুধু একটি ছোট্ট ভুলই
ঘটিয়েছে এই মহা বিপর্যয় ।আর
তা হলো সচেতনতার অভাব ।
তাহলে চলুন যে সমস্ত
অসচেতনতা ঘটাতে পারে তা আজ আমরা জেনে নিই,
১। রাস্তাঘাটে চলার সময় বা হাটার সময়
মোবাইল ব্যবহার করাঃ
এটা বর্তমানে সবচেয়ে প্রকট আকার ধারন
করেছে । বিশেষত ছাত্র , যুব সমাজের
মধ্যে এটা বেশী , ফেসবুকে আক্রান্ত
ব্যাক্তিরা বাইরে , বাজারে থাকার সময় ও
ভুলে থাকতে পারে না তাদের প্রিয় ফেসবুক কে ।
তাই হাটতে হাটতে সামনের দিকে মনোযোগ ও
দৃস্টি সামনের দিকে না থেকে, থাকে মোবাইল এর
স্কিনে , ফলে যে কোন সময় ঘটে যায় দুর্ঘটনা । আর
সেই দুর্ঘটনার মধ্যে হতে পারে –
ক) ছিনতাইঃ
আপনার অসচেতনতা যদি ছিনতাই কারীর
নজরে পরে তাহলে সে আপনার প্রিয় ফোন
টি নিয়ে যেতে পারে ছিনতাই করে ।
হারাতে পারেন আপনার প্রিয় ফোন । আর
ছিনতাইয়ের সময় বাঁধা দেয়ার চেষ্টা করলে মার
খাওয়ার ও সম্ভবনা থাকে ।
খ) সড়ক দুর্ঘটনাঃ
চলার সময় বা গাড়ি মনোযোগ অ দৃস্টির
অভাবে ঘটতে পারে দুর্ঘটনা । এই অনেক দুর্ঘটনার
শিকার হয়েছেন অনেকে ।
গ) মানষিক বিপর্যয়ঃ
হঠাত করে আনাকাংখিত
ঘটনা অনেকে সামলে নিতে পারেন না , তাই
অনেকের ঘটে যায় মানুষিক বিপর্যয় ।
এছাড়া যাদের হার্টের সমস্যা আছে তাদের ও
হতে পারে হার্ট ফেয়লর সহ আরো অনেক জটিল
সমস্যা ।
২। প্রতরনার ফাদে পা রাখাঃ
অনেক সময় বিভিন্ন প্রতারক চক্রের লোকজন , সহজ
সরল লোকদের প্রতারিত করে থাকে ।
যা ইতিপুর্বে গনমাধ্যমের
কল্যানে দেশবাশি জানতে পেরেছে । মানুষের
স্বাভাবিক প্রবৃত্তি লোভ কে কাজে লাগিয়ে এমন
ঘটনা ঘটাই প্রতারকরা । এক দিন আমার এক বন্ধুর
ফোনে কল আসে , বলে আপনি লটারির
মাধ্যমে বিজয়ী হয়েছেন। আপনি পাবেন ৭০
লক্ষটাকা । আর সেই টাকা পাওয়াড় জন্যে এই
নাম্বারে ২ হাজার টাকা পাঠান । অনেকে টাকার
লোভ সামলাতে না পেরে পাঠিয়ে থাকে টাকা যার
ফল হিসেবে নিজের উপার্যিত টাকা বিসর্জন
দেয়া ছাড়া আর কিছু হয় না ।
অথবা কোন নির্দিস্ট স্থানে আসতে বলে , কেউ
যদি ভুলেও চলে যায় তাহলে তাকে ব্ল্যাক মেইল
করে তার পরিবার থেকে টাকা হাতিয়ে নেয়ার
চস্টা করে ।
৩। পীর , মাজারের খাদেম সেজে প্রতারনা এটাও
একটা কমন বিষয় , প্রায় সবার কাছে জানা ।
মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কিছু
প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে ।
এটা দেখা যায় মেয়েদের বেশী ধোকা দেয় ।
বিশেষত এরা রাত ১২ টার পরে ফোন
দিয়ে বলে অমুক মাজার , উমুক পীর । প্রথমে কিছু
প্রশ্ন করে , নিজে এমন অভিজ্ঞতার সম্মুখীন
হইনি , তার পরেও বন্ধুদের কাছে শুনেছি-
◘ নামাজ পরেন বাবা?
◘ রোজা করেন বাবা?
◘ দান খয়রাত করেন বাবা? তার পর বলে আপনার
মনের আশা পুরন হবে তা কিভাবে হবে ,
তা জানতে ফোন ব্যাক করেন
কেউ যদি তা করে তাহলে সে বিভিন্ন
ছলে বলে কৌশলে দান করার অযুহাত
হিসেবে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে ।
◘ প্রেমের ফাদঃ বর্তমানে এটা ব্যাপক আকার
ধারন করেছে , প্রতারক চক্র প্রতারনার কৌশল
হিসেবে মিস্টিকন্ঠা নারীদের ব্যবহার করছে ।
কোন ভাবে তার প্রেমের
ফাঁদে ফেলতে পারলে দেখা করতে গেলে , প্রতারক
দের শিকারী হয়ে হারিয়ে থাকেন অনেক কিছু ।
পরিশেষে একটা কথা বলতে যায় প্রতারন
প্রতারনাই তা যে ভাবেই হোক না কেন । একটু
সচেতনতায়
আপনাকে রক্ষা করতে পারে বিড়ম্বনা থেকে ,
বাচাতে পারে আপনার মুল্যবান সময় ও জীবন । আর
মনে রাখবেন বিনা কস্টে পাওয়ার আশা করেই
মানুষ প্রতারিত হয় ।
No comments:
Post a Comment