Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, November 1, 2014

শিশু অপহরণকারী মিশা সওদাগর!

বিনোদন ডেস্ক : সিনেমা হলে রুপালি পর্দায়
নায়কের আগমনে দর্শকরা যেমন করোতালির
মাধ্যমে তাকে স্বাগত জানান। তেমনি আরো একজন
আছেন যিনি খল-চরিত্রে অভিনয় করেও দর্শকদের
মাঝে ব্যাপকভাবে আলোড়ন তোলেন।
পর্দায় তার উপস্থিতি তালির
মাধ্যমে দর্শকরা তাকে স্বাগত জানান। তিনি আর
কেউ নন, ঢালিউডের নাম্বার ওয়ান খল-
অভিনেতা মিশা সওদাগর।
দেশীয় সিনেমার জনপ্রিয় এই খল-অভিনেতা ‘লাভ
২০১৪’ নামে নতুন একটি সিনেমা শুটিং শুরু
করেছেন। এটি পরিচালনা করছেন জি. সরকার।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন
শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুন আক্তার।
গল্পে দেখা যাবে, মুক্তিপণের দাবিতে শিশু
অপহরণ করেন মিশা সওদাগর। এরপর ওই শিশুর
অভিভাবকের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ চান
তিনি। আর এরপরই তল্লাশিতে নেমে পরে পুলিশ।
শিশু অপহরণ নিয়ে চারিদিকে তোলপাড় সৃষ্টি হয়।
সম্প্রতি রাজধানী কুর্মিটোলা জেনারেল
হাসপাতালে এমন দৃশ্যের শুটিং ধারণ করেন
নির্মাতা জি সরকার।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন লাল মোহাম্মদ।
গান লিখেছেন সময়ের আলোচিত গীতিকার
রফিকুজ্জামান,কবীর বকুল ও প্রদীপ সাহা। কন্ঠ
দিয়েছেন দেশের জনপ্রিয়
শিল্পী রুনা লায়লা,এন্ড্র কিশোর,রাজিব,কনা ও
এসআই টুটুল।

No comments: